কাবুল, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেবলমাত্র নারীদের জন্য প্রথম ইন্টারনেট ক্যাফে খুলেছে আফগানিস্তান। ফলে নারীরা নির্বিঘেœ বিশ্বের সঙ্গে যোগযোগ রক্ষা করতে পারবে।
ছোট্ট এ ক্যাফে খুলতে না খুলতেই তাতে দলে দলে ভিড় করেছে হিজাব পরা নারীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কাবুলের কেন্দ্রস্থলে এক রাস্তায় এ ক্যাফে চালু করেছে আফগান নারী অধিকার গ্র“প ‘ইয়ং উইমেন ফোর চেঞ্জ’।
ব্রিটিশ একটি দাতব্য সংস্থা এ ক্যাফের জন্য ১৫ টি ল্যাপটপের ব্যবস্থা করেছে এবং নারীরা এখানে ঘন্টায় ৫০ আফগানি দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন সংগঠকরা।
আফগানিস্তানে এক দশক আগে তালেবান শাসনের পতন হলেও নারীরা এখনো তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে।
আফগান ওই নারী অধিকার গ্র“পের সদস্য এবং মেডিকেলে পড়–য়া ২৫ বছর বয়সী আকলিমা মোরাদি বলেন, “আমরা চেয়েছিলাম নারীরা যাতে ভয় না পায় সেজন্য তাদের ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে একটি নিরাপদ জায়গা করে দিতে।”
চিত্তাকর্ষক করে তৈরি করা এ ক্যাফের নামকরণ করা হয়েছে ১৫ বছরের এক কিশোরী সাহার গুলের নামে। পতিতাবৃত্তিতে নিয়োজিত হতে অস্বীকৃতি জানানোয় গত বছর শ্বাশুড়ির হাতে নির্মমভাবে নির্যাতিত হয় গুল। পরে সে সাহসের সঙ্গে এর প্রতিবাদ জানায়।
এ সাহসিকতাকেই আমরা এখানে সম্মান জানাতে চেয়েছি; বলেন কাবুলের এক মার্কিন কোম্পানির সামাজিক গবেষণা বিশ্লেষক আলিজাদা।
সাহার গুলের মতো এমন অসংখ্য ভাগ্য বিড়ম্বিত নারী আছে আফগানিস্তানে। যারা প্রতিনিয়তই সহিংসতার শিকার হচ্ছে।
No comments:
Post a Comment