05 July 2012

অটিস্টিক শিশুদের বন্ধু হবে রোবট 'পপচিলা'


সন্তানের শিক্ষার জন্য সবসময়ই সবচেয়ে ভালো উপায়ই খোঁজেন বাবা-মা। তবে ভালোবাসার সন্তানটি যতি অটিস্টিক বা স্পেকট্রাম ডিসঅর্ডারের শিকার হয় তবে সাধারণ শিক্ষা একরকম অসম্ভবই হয়ে পড়ে। এ জন্যেই খেলায় খেলায় অটিস্টিক শিশুদের শেখাতে ইন্টারবট তৈরি করেছে নতুন রোবট ‘পপচিলা’। খবর রয়টার্স-এর।

নতুন এই খেলনা রোবটটি নিয়ে বেশ খুশি ইন্টারবট সিইও সিমা প্যাটেল। তিনি জানিয়েছেন রবোটটিকে চালাবে পপচিলা’স ওয়ার্ল্ড নামের একটি অ্যাপ্লিকেশন। আর মোবাইল ফোনেও চালানো যাবে এই অ্যাপ্লিকেশনটি।

দেখতে চিনচিলা বা দক্ষিণ আমেরিকান কাঠবেড়ালির সঙ্গে কিছু মিল আছে পপচিলার। বেশ ঘুরে ফিরে বেড়াতেও পারে পপচিলা। এমনকি বাচ্চাদের সঙ্গে খেলার সময় মজার কিছু মুখভঙ্গীও করতে পারবে এই রোবটটি। আর এটির অপারেটিং অ্যাপ্লিকেশনটিও খেলার ছলে বাচ্চাদের শেখাবে অনেক কিছু।

এখনো পপচিলার কার্যক্ষমতা নিয়ে কোনো প্রদর্শনীর আয়োজন না করলেও, কার্নেগি মেলোন ইউনিভার্সিটি গত ৬ মাস ধরে পপচিলা রোবটটি তাদের গবেষণার কাজে ব্যবহার করছে বলেই জানিয়েছেন প্যাটেল। অটিস্টিক শিশুদের যথাযথ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পপচিলা সহযোগিতা করবে বলে আশা করছেন তিনি।

No comments:

Post a Comment