অটিজম এমন একটি রোগ, যেখানে শিশুর মানসিক বিকাশ পরিপূর্ণভাবে হয় না। এ ধরনের শিশুরা প্রায়শই সামাজিকভাবে মিশতে পারে না। অনেক ক্ষেত্রে তারা তাদের নিজস্ব জগতেই বন্দী থাকে।
সাধারণত অটিজম সহজে নির্ণয় করা যায় না। ইইজি-এর মাধ্যমে ৩৩ ধরনের অটিজম নির্ধারণ করা সম্ভব হয়েছে। গবেষকরা ১০ বার এ পরীক্ষার পর সিদ্ধান্তে এসেছেন যে, ইইজির মাধ্যমে নির্ধারিত অটিজম শতকরা ৯০ ভাগ সঠিক।
গবেষকদের দলটির প্রধান ড. ফ্র্যাঙ্ক ডাফি বলেন, ‘অ্যাসপারগারস সিনড্রম অটিসমের একটি সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। ইইজির মাধ্যমে অটিজম নির্ণয় করা সম্ভব।’
ন্যশনাল অটিস্টিক সোসাইটির ক্যারলাইন হটারসলে বলেন, ‘এ গবেষণাটি আমাদেরকে আরও ভালোভাবে অটিজম বুঝতে সাহায্য করবে।’
No comments:
Post a Comment