07 May 2012

অবশেষে এলো গ্যলাক্সি এস থ্রি


অবশেষে সব গুজব ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্যামসাং ঘোষণা করলো তাদের গ্যালাক্সি সিরিজের নতুন হ্যান্ডসেট, গ্যালাক্সি এস ৩। নতুন এই হ্যান্ডসেটে চোখে পড়ার মতো বিশেষত্ব হচ্ছে এর বিশালাকার পর্দা। খবর হাফিংটন পোস্ট-এর।

জানা গেছে, ৪.৮ ইঞ্চি আকারের পর্দার এই হ্যান্ডসেটে দেয়া হয়েছে অ্যামোলেড স্ক্রিন। ৪জি এলটিই ইন্টারনেট সুবিধা ছাড়াও এতে রয়েছে গরিলা গ্লাস। এতে দেয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা যা দিয়ে ১০৮০পিক্সেল এইচডি ভিডিও রেকর্ড করা সম্ভব। এছাড়াও সামনে রয়েছে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা।

কোয়াড-কোর চিপসেটের স্যামসাং গ্যালাক্সি এস ৩ হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ৪.০.৪ (আইসক্রিম স্যান্ডউইচ) আপডেট দেয়া হয়েছে। মে মাসেই এটি বাজারে আসবে বলে জানিয়েছিলো স্যামসাং।

No comments:

Post a Comment