A Latin American company makes it into the top 10 for the first time, as the world's biggest telecoms operators seek to leverage the growth potential of the region. | |
The top 10 operators in the new Global 100 ranking include a name from Latin America for the first time.
America Movil's recent endeavours to build up its business both at home in Mexico and int he Latin American region as a whole have pushed it up to number nine in the rankings, up from 15th place in both 2010 and 2009. And with lofty ambitions to do more, the mobile operator group could mount a credible challenge for a higher placing in coming years.
The telco added more than €15 billion to its revenues in 2010, recording a turnover of €36.75 billion, in no small part due to the consolidation of fixed-line operator Telmex into its results from 1 July 2010. America Movil is currently in the process of acquiring the 40% of Telmex it does not already own. It has also recorded strong growth in key markets, particularly its Mexican wireless business and its Brazilian operation, which each contributed more than 25% to turnover.
America Movil has ambitious growth plans, insisting in its most recent 20-F report that it aims to build on its position, and crucially its subscriber base, in Latin America and the Caribbean, "both by developing our existing businesses and by making strategic acquisitions when opportunities arise."
However, the operator's strategy has triggered some concerns that it might sacrifice profitability for growth. America Movil CFO Carlos Garcia Moreno Elizondo told analysts on a conference call on its Q2 results in July that the company will keep a close eye on EBITDA, but that it will prioritise growth. "We have been always careful on EBITDA, but I think what we need to do is to take advantage of the growth in Latin America," he said.
|
Up coming Technologies, new technologies, information desk on new IT products, adopt procedures of Information Management Systems(IMS) in the Globe, a big Horizon of a country with a shortest possible time by made Development in IT sectors, In-spite of burden huge manpower can bring bless for a developing countries one & only when IT sector BooM !?! also latest news & activities of ITU, APT, TRI, BTRC etc..
29 January 2012
Sweet Success: Global 100 Operators Report 2011
Google+ opens up to teenagers
Datawind to launch £99 tablet with bundled Internet in UK
|
26 January 2012
ইউটিউবে প্রতিদিন ‘হিট’ ৪শ’ কোটি
| ||||||||
|
16 January 2012
বাংলা ব্লগের লিংক সমূহ
ইন্টারনেট ডায়েরি লেখার ধারণা ‘ওয়েব লগ‘ থেকে ব্লগের ধারণার জন্ম। বিশ্বে প্রতিদিন বাড়ছে ব্লগের সংখ্যা। ব্লগে লেখার মাধ্যমে নিজের চিন্তা এবং লেখনীকে তুলে ধরা যায়। অনলাইনে লেখালেখির প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয় ব্লগকে। ‘ব্লগ’ শব্দটি এসেছে ইংরেজি ‘ওয়েবলগ’ শব্দটি থেকে।
‘ওয়েবলগ’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর। শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক জন বার্জার। এর ঠিক দু’বছর পর ১৯৯৯ সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মহোলজ নামে এক ব্যাক্তি ওয়েবলগ শব্দটিকে ভেঙ্গে দু’ভাগ করেন- ‘উই’ এবং ‘ব্লগ’ হিসেবে। এর পরই সারাবিশ্বব্যাপী ব্লগ জনপ্রিয় হতে শুরু করে। তবে মাঝামাঝি সময়ে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। অনলাইনে দিনলিপি লেখার সুবিধা নিয়ে যাত্রা শুরু করে ‘ওপেন ডায়েরি’ যা ছিলো অনেকটা এখনকার ব্লগের মতোই।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম নিজস্বভাবেই ব্লগ নিয়ে এসেছে। ব্লগে এখন অনেক রথী-মহারথীরাও লিখছেন। ব্লগের মাধ্যমে সার্চ জায়ান্ট গুগল থেকে শুরু করে প্রযুক্তিবিশ্বের অনেক তথ্যই জানিয়ে দেয়া হয়।
ব্যক্তিগত চিন্তা-চেতনার পাশে ব্লগ হয়ে ওঠছে সংবাদমাধ্যমের ভূমিকাতেও। ইন্টারনেট সংযোগ এবং মনের ভাষা প্রকাশের ইচ্ছা থাকলেই ব্লগ লেখা যায়। ইংরেজি ব্লগের পাশাপাশি বাংলায়ও ব্লগ লেখা শুরু হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম সম্প্রতি একটি সিটিজেন জার্নালিজমভিত্তিক ব্লগ চালু করেছে। এই ব্লগের মাধ্যমেই সিটিজেন জার্নালিজমভিত্তিক বিভিন্ন ব্লগ লেখা যাবে। ব্লগটির ঠিকানা:blog.bdnews24.com
বাংলা ভাষায় বর্তমানে প্রচলিত ব্লগগুলো মুলত কমিউনিটি ব্লগ। প্রতিটি ব্লগেই রেজিস্ট্রেশন করে কয়েকটি ধাপ পেরোতে হয়। তারপর নিয়ম-নীতি মেনে লেখা যায়। এমন কয়েকটি কমিউনিটি ব্লগের ঠিকানা-
সামহয়্যারইন ব্লগ http://www.somewhereinblog.net)
সচলায়তন http://www.sachalayatan.com/)
ক্যাডেটকলেজ ব্লগ http://www.cadetcollegeblog.com/)
আমার ব্লগ http://www.amarblog.com/)
চতুর্মাত্রিক’ http://www.choturmatrik.com/)
নাগরিক ব্লগ http://www.nagorikblog.com/)
বিবর্তন বাংলা http://bn.biborton.com/)
মুক্তমনা বাংলা ব্লগ http://mukto-mona.com/banga_blog/)
‘ওয়েবলগ’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর। শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক জন বার্জার। এর ঠিক দু’বছর পর ১৯৯৯ সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মহোলজ নামে এক ব্যাক্তি ওয়েবলগ শব্দটিকে ভেঙ্গে দু’ভাগ করেন- ‘উই’ এবং ‘ব্লগ’ হিসেবে। এর পরই সারাবিশ্বব্যাপী ব্লগ জনপ্রিয় হতে শুরু করে। তবে মাঝামাঝি সময়ে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। অনলাইনে দিনলিপি লেখার সুবিধা নিয়ে যাত্রা শুরু করে ‘ওপেন ডায়েরি’ যা ছিলো অনেকটা এখনকার ব্লগের মতোই।
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম নিজস্বভাবেই ব্লগ নিয়ে এসেছে। ব্লগে এখন অনেক রথী-মহারথীরাও লিখছেন। ব্লগের মাধ্যমে সার্চ জায়ান্ট গুগল থেকে শুরু করে প্রযুক্তিবিশ্বের অনেক তথ্যই জানিয়ে দেয়া হয়।
ব্যক্তিগত চিন্তা-চেতনার পাশে ব্লগ হয়ে ওঠছে সংবাদমাধ্যমের ভূমিকাতেও। ইন্টারনেট সংযোগ এবং মনের ভাষা প্রকাশের ইচ্ছা থাকলেই ব্লগ লেখা যায়। ইংরেজি ব্লগের পাশাপাশি বাংলায়ও ব্লগ লেখা শুরু হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম সম্প্রতি একটি সিটিজেন জার্নালিজমভিত্তিক ব্লগ চালু করেছে। এই ব্লগের মাধ্যমেই সিটিজেন জার্নালিজমভিত্তিক বিভিন্ন ব্লগ লেখা যাবে। ব্লগটির ঠিকানা:blog.bdnews24.com
বাংলা ভাষায় বর্তমানে প্রচলিত ব্লগগুলো মুলত কমিউনিটি ব্লগ। প্রতিটি ব্লগেই রেজিস্ট্রেশন করে কয়েকটি ধাপ পেরোতে হয়। তারপর নিয়ম-নীতি মেনে লেখা যায়। এমন কয়েকটি কমিউনিটি ব্লগের ঠিকানা-
সামহয়্যারইন ব্লগ http://www.somewhereinblog.net)
সচলায়তন http://www.sachalayatan.com/)
ক্যাডেটকলেজ ব্লগ http://www.cadetcollegeblog.com/)
আমার ব্লগ http://www.amarblog.com/)
চতুর্মাত্রিক’ http://www.choturmatrik.com/)
নাগরিক ব্লগ http://www.nagorikblog.com/)
বিবর্তন বাংলা http://bn.biborton.com/)
মুক্তমনা বাংলা ব্লগ http://mukto-mona.com/banga_blog/)
ফেসবুকনির্ভর সাইটগুলো Facebook Related Some Interesting Sites
সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকনির্ভর অনেক সাইট তৈরি করছেন ওয়েব ডেভেলপাররা। ওয়েব প্রোগ্রাম,অ্যাপ্লিকেশন,গেমস ছাড়াও ফেসবুকের আইডিয়ানির্ভর অনেক সাইটের দেখা মেলে ইন্টারনেটে। ফেসবুক ব্যবহারকে আরো সহজ এবং মজাদার করতেই এসব ওয়েবসাইটগুলো তৈরি হয়। যদিও এসব ওয়েবসাইটের কোনোটাই ফেসবুকের সঙ্গে সম্পর্কযুক্ত নয় তবুও ফেসবুক পুঁজি করেই এগুলো তরতর করে এগিয়ে চলেছে। এমনকি কিছু সাইট আবার ফেসবুকের নামও নিজের সঙ্গে জুড়ে নিয়েছে।
Howdoifacebook.com
নতুন ফেসবুক ব্যবহারকারীর জন্যই এ সাইটটি। ফেসবুক বিষয়ে মনে যতো প্রশ্ন ওঠে তার তাবৎ উত্তর রয়েছে সাইটটিতে। ফেসবুক বিষয়ক সমস্যার সমাধান নিয়েই তৈরি করা হয়েছে
www.howdoifacebook.com সাইটটি। ফেসবুকের নিজস্ব সমস্যার সমাধান নিয়ে HELP সেকশন থাকলেও এ সাইটে সবকিছু খুব সহজভাবে ব্যাখা করা হয়েছে। ফেসবুকে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ ও এর ব্যবহার, ফেসবুক বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর সাইটটিতে পাওয়া যাবে।
Reface.me
কেবল ফেসবুকনির্ভর একটি ব্লগ হলো www.reface.me . ফেসবুক স্ট্যাটাস আপডেট, প্রোফাইল, ফেসবুক গ্রুপ ও পেজ,ফটো-ভিডিও, গেমস, অ্যাপ্লিকেশন, ফেসবুকোলজি ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে সাজানো হয়েছে ব্লগটিকে। এতে রয়েছে ফেসবুক ব্যবহারের গাইডলাইন এবং ফেসবুক সম্পর্কিত বিভিন্ন টিপস সুবিধাও।
Facebookcraze.com
ফেসবুক নিয়ে আরেকটি সুন্দর ব্লগ হলো www.facebookcraze.com। . ফেসবুকের মজার স্ট্যাটাস আপডেট, ফেসবুক বন্ধুদের ট্যাগ করার জন্য মজার মজার ফটো ইফেক্ট এবং বিভিন্ন ফেসবুক গেমসের রিভিউ নিয়ে সাজানো হয়েছে সাইটটিকে। প্রায় একই ধরনের আরেকটি ব্লগ www.facebookflow.com। এখানেও ফেসবুকের বিভিন্ন খবরা-খবর, বিভিন্ন ফেসবুক অ্যাপ্লিকেশন, গেমস ও পেজের রিভিউ ইত্যাদি বিষয়ে তথ্য মিলবে।
নতুন ফেসবুক ব্যবহারকারীর জন্যই এ সাইটটি। ফেসবুক বিষয়ে মনে যতো প্রশ্ন ওঠে তার তাবৎ উত্তর রয়েছে সাইটটিতে। ফেসবুক বিষয়ক সমস্যার সমাধান নিয়েই তৈরি করা হয়েছে
www.howdoifacebook.com সাইটটি। ফেসবুকের নিজস্ব সমস্যার সমাধান নিয়ে HELP সেকশন থাকলেও এ সাইটে সবকিছু খুব সহজভাবে ব্যাখা করা হয়েছে। ফেসবুকে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ ও এর ব্যবহার, ফেসবুক বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর সাইটটিতে পাওয়া যাবে।
Reface.me
কেবল ফেসবুকনির্ভর একটি ব্লগ হলো www.reface.me . ফেসবুক স্ট্যাটাস আপডেট, প্রোফাইল, ফেসবুক গ্রুপ ও পেজ,ফটো-ভিডিও, গেমস, অ্যাপ্লিকেশন, ফেসবুকোলজি ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে সাজানো হয়েছে ব্লগটিকে। এতে রয়েছে ফেসবুক ব্যবহারের গাইডলাইন এবং ফেসবুক সম্পর্কিত বিভিন্ন টিপস সুবিধাও।
Facebookcraze.com
ফেসবুক নিয়ে আরেকটি সুন্দর ব্লগ হলো www.facebookcraze.com। . ফেসবুকের মজার স্ট্যাটাস আপডেট, ফেসবুক বন্ধুদের ট্যাগ করার জন্য মজার মজার ফটো ইফেক্ট এবং বিভিন্ন ফেসবুক গেমসের রিভিউ নিয়ে সাজানো হয়েছে সাইটটিকে। প্রায় একই ধরনের আরেকটি ব্লগ www.facebookflow.com। এখানেও ফেসবুকের বিভিন্ন খবরা-খবর, বিভিন্ন ফেসবুক অ্যাপ্লিকেশন, গেমস ও পেজের রিভিউ ইত্যাদি বিষয়ে তথ্য মিলবে।
Allfacebook.com
ফেসবুককে নিয়ে বিশ্লেষণধর্মী একটি ওয়েবসাইট www.allfacebook.com . ফেসবুকের সর্বশেষ খবরাখবর, ফেসবুক পেজগুলোর মধ্যে কোনগুলোর অবস্থান সবার ওপরে, সপ্তাহের সেরা ফেসবুক অ্যাপ্লিকেশন ও গেমসের তালিকা ইত্যাদি নিয়ে সাজানো হয়েছে ওয়েবসাইটটি।
Facemoods.com
স্মাইলি, ইমোটিকনস, অ্যানিমেশন যারা ফেসবুক স্ট্যাটাস, চ্যাট বা ওয়ালে এসব যুক্ত করতে চান তাদের জন্য www.facemoods.com . সাইটটি থেকে স্মাইলি কিংবা ইমোটিকনস ব্যবহারের ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে পিসি বা ল্যাপটপে ইনস্টল করলেই কাজ হবে।
Facebookvideodown.com
ফেসবুক ভিডিও ডাউনলোড করার কাজ করে www.facebookvideodown.com সাইটটি। পিসিতে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ব্যবহার ছাড়াই সহজেই ডাউনলোডের কাজটি করা যায় সাইটটি থেকে।
Privacydefender.net
ফেসবুকে প্রাইভেসি সেটিং সমাধান দিতেই আছে www.privacydefender.net সাইটটি। এ সাইটের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে সহজেই ফেসবুকের প্রাইভেসি সেট করা যায়।
Insidefacebook.com
ফেসবুক অ্যাপ্লিকেশন ডেভেলপার, প্রোগ্রামার এবং মার্কেটারসদের জন্য ওয়েবসাইটটির নাম Insidefacebook.com
অগাস্টেই ফেইসবুকে ১০০ কোটি ব্যবহারকারী
সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক ব্যবহারকারী সংখ্যা চলতি বছরের অগাস্ট মাসেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে। ডিজিটাল মাকেটিং ফার্ম আইক্রসিং সম্প্রতি ফেইসবুক ব্যবহারকারী বিষয়ে এমন পূর্বাভাস দিয়েছে। খবর এমএসএনবিসি-এর।বর্তমানে ফেইসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার এবং পরিসংখ্যান যাচাই করে এ তথ্য দিয়েছে আইক্রসিং।আইক্রসিং-এর তথ্য অনুসারে, ১২ অগাস্ট ফেইসবুক এবং গোটা ইন্টারনেট দুনিয়ার জন্য সেই অবিস্মরণীয় মুহুর্তটি হতে পারে। ২০১১ সালের জুলাই মাসে ফেইসবুক কর্তৃপক্ষ ৭৫ কোটি ব্যবহারকারীর তথ্য জানিয়েছিলো।ভারত, ব্রাজিল-এর মতো উন্নয়নশীল দেশগুলোতে ফেইসবুক ব্যবহারকারী বেড়ে যাওয়া এবং মোবাইল ফোনে ফেইসবুক ব্যবহারের সুবিধা যোগ হওয়ায় দ্রুতই বাড়ছে সোশাল নেটওয়ার্কিং সাইটটি ব্যবহারকারীর সংখ্যা। উন্নয়নশীল দেশগুলোতে ফেইসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার বেশি হলেও যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে ফেইসবুক ব্যবহারের উৎসাহে কিছুটা ভাটা পড়েছে বলেই বিশ্লেষকরা বলছেন।উল্লেখ্য, ফেইসবুকের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে সার্চ জায়ান্ট গুগলের চালু করা সোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘গুগল প্লাস’ ব্যবহারকারী সংখ্যা প্রায় ১০ কোটির কাছাকাছি চলে এসেছে বলেই জানা গেছে।
26 December 2011
গ্র্যামি অ্যাওয়ার্ড পাচ্ছেন স্টিভ জবস
অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবসকে গ্র্যামি অ্যাওয়ার্ড দেয়া হবে। সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন।
রেকর্ডিং অ্যাকাডেমি জানিয়েছে, গান ছড়িয়ে দেয়া এবং গান শোনার ধরন পাল্টে দিয়েছিলেন স্টিভ জবস। তার অবদানের জন্যই ‘স্পেশাল মেরিট অ্যাওয়ার্ডস’ দেয়া হবে তাকে।
রেকর্ডিং অ্যাকাডেমি এক বৃবিতিতে জানিয়েছে, ‘স্টিভ জবস পণ্য এবং প্রযুক্তি তৈরি করে আমদের গান শোনা, টিভি দেখা, বই পড়ার ধরন পাল্টে দিয়েছিলেন। একজন সৃষ্টিশীল দূরদর্শী মানুষ হিসেবে আইপড, আইটিউনস স্টোর এর মতো যুগান্তকারী প্রযুক্তিপণ্য এবং ক্ষেত্র তৈরি করে সঙ্গীত কেনার এবং সঙ্গীত শোনার ক্ষেত্র পাল্টে দিয়েছিলেন তিনি।’
১১ ফেব্রুয়ারি ট্রাস্টি অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে স্টিভ জবসকে গ্র্যামি পুরষ্কার দেয়া হবে। এ বছর ৫ অক্টোবর মারা গেছেন স্টিভ জবস।
উল্লেখ্য, ২০০২ সালে অ্যাপল টেকনিক্যাল ক্যাটেগরিতে গ্র্যামি জিতেছিলো।
রেকর্ডিং অ্যাকাডেমি জানিয়েছে, গান ছড়িয়ে দেয়া এবং গান শোনার ধরন পাল্টে দিয়েছিলেন স্টিভ জবস। তার অবদানের জন্যই ‘স্পেশাল মেরিট অ্যাওয়ার্ডস’ দেয়া হবে তাকে।
রেকর্ডিং অ্যাকাডেমি এক বৃবিতিতে জানিয়েছে, ‘স্টিভ জবস পণ্য এবং প্রযুক্তি তৈরি করে আমদের গান শোনা, টিভি দেখা, বই পড়ার ধরন পাল্টে দিয়েছিলেন। একজন সৃষ্টিশীল দূরদর্শী মানুষ হিসেবে আইপড, আইটিউনস স্টোর এর মতো যুগান্তকারী প্রযুক্তিপণ্য এবং ক্ষেত্র তৈরি করে সঙ্গীত কেনার এবং সঙ্গীত শোনার ক্ষেত্র পাল্টে দিয়েছিলেন তিনি।’
১১ ফেব্রুয়ারি ট্রাস্টি অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে স্টিভ জবসকে গ্র্যামি পুরষ্কার দেয়া হবে। এ বছর ৫ অক্টোবর মারা গেছেন স্টিভ জবস।
উল্লেখ্য, ২০০২ সালে অ্যাপল টেকনিক্যাল ক্যাটেগরিতে গ্র্যামি জিতেছিলো।
তেলচালিত ল্যাপটপ বানাবে অ্যাপল
জ্বালানি তেলে চলে এমন ল্যাপটপ তৈরির জন্য সম্প্রতি দুটি পেটেন্ট আবেদন করেছে টেক জায়ান্ট অ্যাপল। এমনকি, ভবিষ্যতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করেও চালানো যাবে অ্যাপলের তৈরি ল্যাপটপ। খবর টাইম ম্যাগজিন-এর।
২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে করা এ পেটেন্ট আবেদনে অ্যাপল প্রযুক্তিটির নাম দিয়েছে ‘ফুয়েল সেল সিস্টেম টু পাওয়ার এ পোর্টেবল কম্পিউটিং ডিভাইস’। এ প্রযুক্তির দুটি অংশ। এটি অংশের আবেদনে বলা হয়েছে, কম্পিউটারে তেলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে আর সে বিদ্যুৎই ল্যাপটপের শক্তি হিসেবে কাজ করবে।
আরেকটি আবেদনে বলা হয়েছে, রিচার্জ করা যায় এমন ব্যাটারি এবং পোর্টেবল কম্পিউটিং ডিভাইসকে জ্বালানিচালিত নতুন ল্যাপটপ শক্তির যোগান দেবে যা প্রয়োজন হলে তা থেকে চার্জও নিতে পারবে। এ প্রযুক্তিতে জ্বালানি কোষ হিসেবে এমন ব্যাটারি ব্যবহার করা হবে যাতে ব্যাটারির আকার এবং ওজন কমে যাবে এবং ডিভাইস হবে অনেক হালকা-পাতলা।
একবার তেল দেয়া হলে কম্পিউটার একসপ্তাহেরও বেশি চলবে বলেই বিশ্লেষকরা জানিয়েছেন। বোরোহাইড্রাইটের সঙ্গে পানি মিশিয়ে অ্যাপল ল্যাপটপের জ্বালানির কাঁচামাল তৈরি করা যাবে বলেও অ্যাপল তাদের আবেদনে উল্লেখ করেছে।
২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে করা এ পেটেন্ট আবেদনে অ্যাপল প্রযুক্তিটির নাম দিয়েছে ‘ফুয়েল সেল সিস্টেম টু পাওয়ার এ পোর্টেবল কম্পিউটিং ডিভাইস’। এ প্রযুক্তির দুটি অংশ। এটি অংশের আবেদনে বলা হয়েছে, কম্পিউটারে তেলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে আর সে বিদ্যুৎই ল্যাপটপের শক্তি হিসেবে কাজ করবে।
আরেকটি আবেদনে বলা হয়েছে, রিচার্জ করা যায় এমন ব্যাটারি এবং পোর্টেবল কম্পিউটিং ডিভাইসকে জ্বালানিচালিত নতুন ল্যাপটপ শক্তির যোগান দেবে যা প্রয়োজন হলে তা থেকে চার্জও নিতে পারবে। এ প্রযুক্তিতে জ্বালানি কোষ হিসেবে এমন ব্যাটারি ব্যবহার করা হবে যাতে ব্যাটারির আকার এবং ওজন কমে যাবে এবং ডিভাইস হবে অনেক হালকা-পাতলা।
একবার তেল দেয়া হলে কম্পিউটার একসপ্তাহেরও বেশি চলবে বলেই বিশ্লেষকরা জানিয়েছেন। বোরোহাইড্রাইটের সঙ্গে পানি মিশিয়ে অ্যাপল ল্যাপটপের জ্বালানির কাঁচামাল তৈরি করা যাবে বলেও অ্যাপল তাদের আবেদনে উল্লেখ করেছে।
২০১২ সালের সম্ভাব্য প্রযুক্তিপণ্যগুলো (Up coming Technological Devices 2012)
৯ থেকে ১২ জানুয়ারী লাস ভেগাসে অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস)। এ আয়োজন ঘিরে প্রযুক্তিবিশ্বে থাকে উন্মাদনা। কারণ এ আয়োজনের মধ্যে দিয়েই বছরের শুরুতেই বিভিন্ন বাঘা সব প্রযুক্তিপ্রতিষ্ঠান আসন্ন প্রযুক্তিপণ্য বিষয়ে ধারণা দেয় এবং বিভিন্ন প্রযুক্তির ঘোষণাও দেয়। কিন্তু এবারে অন্যতম জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে সবচেয়ে বড় দুঃসংবাদটি। এবারই তারা শেষবারের মতো সিইএসএ অংশ নিচ্ছে। আর এ বছর কোনো ঘোষণা তারা নাও দিতে পারে। এদিকে, আরেক জায়ান্ট অ্যাপল ২০০৯ সাল থেকে নিজেরাই অনুষ্ঠান করে পণ্যের ঘোষণা দেয়। তবে, আরো অনেক প্রতিষ্ঠানই এবারের মেলায় তাদের প্রযুক্তিপণ্য ঘোষণা দেবে। ২০১২ সালে বাজারে আসতে পারে এমন সম্ভাব্য ১৫ টি প্রযুক্তিপণ্য নিয়েই এবারের মেইনবোর্ড।
নিনটেনডো উয়ি ইউ
গেইমিং জায়ান্ট নিনটেনডো নতুন একটি কনসোল বাজারে আনার ঘোষণা দিয়েছে। ২০০৬ সালে উয়ি গেইমিং কনসোল আনার প্রায় পাঁচ বছর পর নতুন গেইমিং কনসোল আনার ঘোষণা দিলো নিনটেনডো। ২০১২ সালে উয়ি কনসোলটিরই ফলোআপ কনসোল আনছে প্রতিষ্ঠানটি। ‘উয়ি ইউ’ নামের এই গেইমিং কনসোলটি বিষয়ে নিনটেনডো থেকে বলা হচ্ছে, এটি হবে পরবর্তী প্রজন্মের গেইমিং কনসোল। উয়ি ইউ কনসোলটি ব্যবহার করে হাই-ডেফিনিশন ভিডিও দেখা, ওয়েব ব্রাউজসহ ভিডিও কলও করা যাবে। অনেক দিন ধরেই প্রযুক্তি বিশ্বে নিনটেনডোর উয়ি সংস্করণের আসন্ন একটি কনসোল বিষয়ে গুঞ্জণ ছিল। সম্প্রতি লস এঞ্জেলসের ই৩ গেইম শো উপলক্ষে এই গেইমিং কনসোলটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নিনটেনডো। উয়ি ২ কনসোলটিতে থাকবে ৬.২ ইঞ্চির টাচস্ক্রিন এবং ক্যামেরা সুবিধা। এ ছাড়াও উয়ির প্রথম সংস্করণের মতো উয়ি ইউ-তে থাকবে সেট টপ বক্স। এ কনসোলটি এক্সবক্স ৩৬০ এবং প্লেস্টেশন ৩ কনসোলের মতোই গ্রাফিক্স সুবিধা দেবে। এইচডি সুবিধার এই গেইমিং কনসোলটির দামও হবে কম। গুজব রটেছে, বাজারে থাকা অন্যান্য গেইমিং কনসোলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন কনসোলের দাম মাত্রই ১৫০ ডলার রাখতে পারে জাপানি এ গেইম মেকার প্রতিষ্ঠানটি।
গেইমিং জায়ান্ট নিনটেনডো নতুন একটি কনসোল বাজারে আনার ঘোষণা দিয়েছে। ২০০৬ সালে উয়ি গেইমিং কনসোল আনার প্রায় পাঁচ বছর পর নতুন গেইমিং কনসোল আনার ঘোষণা দিলো নিনটেনডো। ২০১২ সালে উয়ি কনসোলটিরই ফলোআপ কনসোল আনছে প্রতিষ্ঠানটি। ‘উয়ি ইউ’ নামের এই গেইমিং কনসোলটি বিষয়ে নিনটেনডো থেকে বলা হচ্ছে, এটি হবে পরবর্তী প্রজন্মের গেইমিং কনসোল। উয়ি ইউ কনসোলটি ব্যবহার করে হাই-ডেফিনিশন ভিডিও দেখা, ওয়েব ব্রাউজসহ ভিডিও কলও করা যাবে। অনেক দিন ধরেই প্রযুক্তি বিশ্বে নিনটেনডোর উয়ি সংস্করণের আসন্ন একটি কনসোল বিষয়ে গুঞ্জণ ছিল। সম্প্রতি লস এঞ্জেলসের ই৩ গেইম শো উপলক্ষে এই গেইমিং কনসোলটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নিনটেনডো। উয়ি ২ কনসোলটিতে থাকবে ৬.২ ইঞ্চির টাচস্ক্রিন এবং ক্যামেরা সুবিধা। এ ছাড়াও উয়ির প্রথম সংস্করণের মতো উয়ি ইউ-তে থাকবে সেট টপ বক্স। এ কনসোলটি এক্সবক্স ৩৬০ এবং প্লেস্টেশন ৩ কনসোলের মতোই গ্রাফিক্স সুবিধা দেবে। এইচডি সুবিধার এই গেইমিং কনসোলটির দামও হবে কম। গুজব রটেছে, বাজারে থাকা অন্যান্য গেইমিং কনসোলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন কনসোলের দাম মাত্রই ১৫০ ডলার রাখতে পারে জাপানি এ গেইম মেকার প্রতিষ্ঠানটি।
আইসক্রিম স্যান্ডউইচ ডিভাইসগুলো
গুগলের অ্যান্ড্রয়েড ৪.০ অপারেটিং সিস্টেমের কোড নাম আইসক্রিম স্যান্ডউইচ। সদ্যই বাজারে আসা এ অপারেটিং সিস্টেমনির্ভর বেশকিছু পণ্য ২০১১ সালে বাজারে এসেছে। এর মধ্যে রয়েছে স্যামসাং-এর গ্যালাক্সি নেক্সাস। আইসক্রিম স্যান্ডউইচ নামের অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের বৈশিষ্ট্য হলো, এটি স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের প্রোগ্রামগুলোকে সমন্বয় করছে। বলা হচ্ছে, এর মাধ্যমে সফটওয়্যার উন্নয়নকারীদের আকর্ষণ করতে সক্ষম হবে নতুন এই প্লাটফর্মটি। এ অপারেটিং সিস্টেমনির্ভর অনেক ডিভাইস-এর ঘোষণা দিয়ে রেখেছে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। স্যামসাং, এইচটিসি, মটরোলা, আসুসসহ স্মার্টফোন এবং ট্যাবলেটনির্মাতা অনেক প্রতিষ্ঠানকেই আইসক্রিম স্যান্ডউইচনির্ভর ডিভাইস তৈরি করতে দেখা যাবে আগামী বছর। আইসক্রিম স্যান্ডউইচে বেশ কিছু নতুন অ্যাপ্লিকেশনও যোগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রোবোটো টাইপফেস। অপারেটিং সিস্টেমটির নিরাপত্তা বৈশিষ্ট্যও আগের চেয়ে অনেক বেশি উন্নত বলেই দাবী করা হচ্ছে। এতে ‘ফেস আনলক’ নামের একটি অ্যাপ্লিকেশন আছে। আগামী বছর তাই স্বাভাবিক কারণেই আইসক্রিম স্যান্ডউইচচালিত ডিভাইস চোখে পড়বে সবচেয়ে বেশি। ইতোমধ্যেই ২০১১ অ্যান্ড্রয়েড বাজার দখল করেছে শতকরা ৫০ ভাগেরও বেশি। আগামী বছর তা আরো বাড়বে বলেই গুগল আশা করছে।
গুগলের অ্যান্ড্রয়েড ৪.০ অপারেটিং সিস্টেমের কোড নাম আইসক্রিম স্যান্ডউইচ। সদ্যই বাজারে আসা এ অপারেটিং সিস্টেমনির্ভর বেশকিছু পণ্য ২০১১ সালে বাজারে এসেছে। এর মধ্যে রয়েছে স্যামসাং-এর গ্যালাক্সি নেক্সাস। আইসক্রিম স্যান্ডউইচ নামের অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের বৈশিষ্ট্য হলো, এটি স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের প্রোগ্রামগুলোকে সমন্বয় করছে। বলা হচ্ছে, এর মাধ্যমে সফটওয়্যার উন্নয়নকারীদের আকর্ষণ করতে সক্ষম হবে নতুন এই প্লাটফর্মটি। এ অপারেটিং সিস্টেমনির্ভর অনেক ডিভাইস-এর ঘোষণা দিয়ে রেখেছে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। স্যামসাং, এইচটিসি, মটরোলা, আসুসসহ স্মার্টফোন এবং ট্যাবলেটনির্মাতা অনেক প্রতিষ্ঠানকেই আইসক্রিম স্যান্ডউইচনির্ভর ডিভাইস তৈরি করতে দেখা যাবে আগামী বছর। আইসক্রিম স্যান্ডউইচে বেশ কিছু নতুন অ্যাপ্লিকেশনও যোগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রোবোটো টাইপফেস। অপারেটিং সিস্টেমটির নিরাপত্তা বৈশিষ্ট্যও আগের চেয়ে অনেক বেশি উন্নত বলেই দাবী করা হচ্ছে। এতে ‘ফেস আনলক’ নামের একটি অ্যাপ্লিকেশন আছে। আগামী বছর তাই স্বাভাবিক কারণেই আইসক্রিম স্যান্ডউইচচালিত ডিভাইস চোখে পড়বে সবচেয়ে বেশি। ইতোমধ্যেই ২০১১ অ্যান্ড্রয়েড বাজার দখল করেছে শতকরা ৫০ ভাগেরও বেশি। আগামী বছর তা আরো বাড়বে বলেই গুগল আশা করছে।
আইপ্যাড মিনি
টেক জায়ান্ট অ্যাপল আইপ্যাডের একটি ছোটো সংস্করণ আনছে বলে দীর্ঘদিন ধরেই গুজব চালু রয়েছে। গুজব রয়েছে, অ্যাপল ৭ ইঞ্চি বা ৭.৮৫ ইঞ্চি আইপ্যাড মিনি তৈরি করবে, আর এই ডিভাইসটি বাজারে চলে আসবে আগামী বছরই। বলা হচ্ছে, অনলাইন রিটেইলার জায়ান্ট অ্যামাজনের তৈরি ‘কিন্ডল ফায়ার’ ট্যাবলেটটির সঙ্গে বাজার দখলের প্রতিযোগিতায় নামতেই ‘আইপ্যাড মিনি’ তৈরি করছে অ্যাপল। এ ডিভাইসটির নাম আইপ্যাড মিনি বা আইপ্যাড এইচডি রাখতে পারে অ্যাপল। এ ডিভাইসটিতে ‘বড়ো’ আইপ্যাডের সব প্রযুক্তিই থাকবে। ২০১০ সালে দায়িত্বে থাকা অ্যাপলের সিইও স্টিভ জবস ‘আইপ্যাড মিনি’ বা ৭ ইঞ্চি মাপের ট্যাবলেটের গুজব উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘ট্যাবলেট স্ক্রিনের মাপ কমপক্ষে ১০ ইঞ্চি হওয়া উচিত। আর তা না হলে অ্যাপ্লিকেশন মানানসই হবে না। এ ছাড়াও টাচস্ক্রিনের কতোটা কাছে থেকে কনটেন্ট দেখা হবে তারও একাট সীমা থাকা প্রয়োজন। নতুন সংস্করণটি দামের দিক থেকেও নাকি হবে ‘মিনি’। ২০০ ডলারের মধ্যেই পাওয়া যাবে এ ট্যাবলেট। ২০১২ সালের শেষদিকে এ ট্যাবলেটটি বাজারে আনতে পারে অ্যাপল। অবশ্য, ২০১২ সালে ফেব্রæয়ারিতে আইফোন ৫ এবং আইপ্যাডের নতুন সংস্করণ আসতে পারে বলেই প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন।
টেক জায়ান্ট অ্যাপল আইপ্যাডের একটি ছোটো সংস্করণ আনছে বলে দীর্ঘদিন ধরেই গুজব চালু রয়েছে। গুজব রয়েছে, অ্যাপল ৭ ইঞ্চি বা ৭.৮৫ ইঞ্চি আইপ্যাড মিনি তৈরি করবে, আর এই ডিভাইসটি বাজারে চলে আসবে আগামী বছরই। বলা হচ্ছে, অনলাইন রিটেইলার জায়ান্ট অ্যামাজনের তৈরি ‘কিন্ডল ফায়ার’ ট্যাবলেটটির সঙ্গে বাজার দখলের প্রতিযোগিতায় নামতেই ‘আইপ্যাড মিনি’ তৈরি করছে অ্যাপল। এ ডিভাইসটির নাম আইপ্যাড মিনি বা আইপ্যাড এইচডি রাখতে পারে অ্যাপল। এ ডিভাইসটিতে ‘বড়ো’ আইপ্যাডের সব প্রযুক্তিই থাকবে। ২০১০ সালে দায়িত্বে থাকা অ্যাপলের সিইও স্টিভ জবস ‘আইপ্যাড মিনি’ বা ৭ ইঞ্চি মাপের ট্যাবলেটের গুজব উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘ট্যাবলেট স্ক্রিনের মাপ কমপক্ষে ১০ ইঞ্চি হওয়া উচিত। আর তা না হলে অ্যাপ্লিকেশন মানানসই হবে না। এ ছাড়াও টাচস্ক্রিনের কতোটা কাছে থেকে কনটেন্ট দেখা হবে তারও একাট সীমা থাকা প্রয়োজন। নতুন সংস্করণটি দামের দিক থেকেও নাকি হবে ‘মিনি’। ২০০ ডলারের মধ্যেই পাওয়া যাবে এ ট্যাবলেট। ২০১২ সালের শেষদিকে এ ট্যাবলেটটি বাজারে আনতে পারে অ্যাপল। অবশ্য, ২০১২ সালে ফেব্রæয়ারিতে আইফোন ৫ এবং আইপ্যাডের নতুন সংস্করণ আসতে পারে বলেই প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন।
আলট্রাবুক
প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, ২০১২ সাল হবে আলট্রাবুকের। কারণ, মানুষের রুচির সঙ্গে মানিয়ে যাবে হালকা-পাতলা আলট্রাবুক। ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলো চলতি বছরই আলট্রাবুক তৈরির কাজ শুরু করেছে। নেটবুক এবং ভারী ল্যাপটপ তৈরি বন্ধ করে আলট্রাবুক তৈরিতে আগামী বছরও লেগে থাকবে অনেক প্রতিষ্ঠান। এর মধ্যে সবার আগে আছে ইনটেল। এরপর রয়েছে ডেল, এইচপি অ্যাপলসহ অনেক প্রতিষ্ঠানই। এদিকে, আলট্রাবুকের দামও কমছে তাই আগামী বছর হবে উন্নত আলট্রাবুকের বছর। ২০১২ সালে বিভিন্ন প্রতিষ্ঠান আলট্রাবুকের ঘোষণা দেবে।
প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, ২০১২ সাল হবে আলট্রাবুকের। কারণ, মানুষের রুচির সঙ্গে মানিয়ে যাবে হালকা-পাতলা আলট্রাবুক। ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলো চলতি বছরই আলট্রাবুক তৈরির কাজ শুরু করেছে। নেটবুক এবং ভারী ল্যাপটপ তৈরি বন্ধ করে আলট্রাবুক তৈরিতে আগামী বছরও লেগে থাকবে অনেক প্রতিষ্ঠান। এর মধ্যে সবার আগে আছে ইনটেল। এরপর রয়েছে ডেল, এইচপি অ্যাপলসহ অনেক প্রতিষ্ঠানই। এদিকে, আলট্রাবুকের দামও কমছে তাই আগামী বছর হবে উন্নত আলট্রাবুকের বছর। ২০১২ সালে বিভিন্ন প্রতিষ্ঠান আলট্রাবুকের ঘোষণা দেবে।
পরবর্তী প্রজন্মের ম্যাকবুক এয়ার
টেক জায়ান্ট অ্যাপল ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার-এর নতুন সংস্করণ তৈরি করছে বলেই খবর রটেছে। বিভিন্ন প্রযুক্তিসাইটের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যারা অ্যাপল ল্যাপটপ কেনার চিন্তা করছেন তারা একটু রয়ে সয়ে কিনলেই আনকোরা কনফিগারেশনের ম্যাকবুক প্রো বা এয়ার-এর মডেল কিনতে পারবেন। জানা গেছে, নতুন মাপের ১৩ ইঞ্চি, ১৫ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি স্ক্রিনের তিনটি ডিভাইস বাজারে আনছে অ্যাপল। নতুন ডিভাইসগুলোয় নকশায় কোনো পরিবর্তন না থাকলেও প্রসেসর হিসেবে যোগ হচ্ছে ইনটেলের স্যান্ডিব্রিজ। এছাড়াও আইভিব্রিজ প্রসেসরযুক্ত ম্যাকবুক প্রো তৈরি করছে অ্যাপল। সে ডিভাইসগুলোও আসবে আগামী বছরই। নতুন ডিভাইসটি ম্যাকবুক এয়ারের মতোই পাতলা হবে, তবে এর পর্দার মাপ হবে এয়ারের চেয়ে বড়। নতুন মডেলের ডিভাইসগুলো হতে পারে ১৫ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি মাপের। নতুন ডিভাইসগুলোতে স্যান্ডিব্রিজ প্রসেসরের বদলে উন্নত আইভিব্রিজ প্রসেসর ব্যবহৃত হতে পারে। বর্তমানে বাজারে থাকা অ্যাপলের ম্যাকবুক সিরিজে পাতলা ম্যাকবুক এয়ারের সর্বোচ্চ মাপ ১৩ ইঞ্চি। কিন্তু জাপানী প্রযুক্তিসাইট ম্যাকোতাকারা’র তথ্য মতে, অ্যাপল এবারে পাতলা মডেলের ডিভাইসগুলোর মাপ আরো বড়ো করছে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে পাতলা নোটবুক এখন অ্যপলের ম্যাকবুক এয়ার।
টেক জায়ান্ট অ্যাপল ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার-এর নতুন সংস্করণ তৈরি করছে বলেই খবর রটেছে। বিভিন্ন প্রযুক্তিসাইটের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যারা অ্যাপল ল্যাপটপ কেনার চিন্তা করছেন তারা একটু রয়ে সয়ে কিনলেই আনকোরা কনফিগারেশনের ম্যাকবুক প্রো বা এয়ার-এর মডেল কিনতে পারবেন। জানা গেছে, নতুন মাপের ১৩ ইঞ্চি, ১৫ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি স্ক্রিনের তিনটি ডিভাইস বাজারে আনছে অ্যাপল। নতুন ডিভাইসগুলোয় নকশায় কোনো পরিবর্তন না থাকলেও প্রসেসর হিসেবে যোগ হচ্ছে ইনটেলের স্যান্ডিব্রিজ। এছাড়াও আইভিব্রিজ প্রসেসরযুক্ত ম্যাকবুক প্রো তৈরি করছে অ্যাপল। সে ডিভাইসগুলোও আসবে আগামী বছরই। নতুন ডিভাইসটি ম্যাকবুক এয়ারের মতোই পাতলা হবে, তবে এর পর্দার মাপ হবে এয়ারের চেয়ে বড়। নতুন মডেলের ডিভাইসগুলো হতে পারে ১৫ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি মাপের। নতুন ডিভাইসগুলোতে স্যান্ডিব্রিজ প্রসেসরের বদলে উন্নত আইভিব্রিজ প্রসেসর ব্যবহৃত হতে পারে। বর্তমানে বাজারে থাকা অ্যাপলের ম্যাকবুক সিরিজে পাতলা ম্যাকবুক এয়ারের সর্বোচ্চ মাপ ১৩ ইঞ্চি। কিন্তু জাপানী প্রযুক্তিসাইট ম্যাকোতাকারা’র তথ্য মতে, অ্যাপল এবারে পাতলা মডেলের ডিভাইসগুলোর মাপ আরো বড়ো করছে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে পাতলা নোটবুক এখন অ্যপলের ম্যাকবুক এয়ার।
কিন্ডল ফায়ার ২
চলতি বছর মাত্র ৭ ইঞ্চি মাপের একটি ট্যাবলেট বাজারে ছাড়ে অ্যামাজন। কিন্ডল ফায়ার নামের এ ট্যাবলেটটি বাজারে মাত করতে খুব কম সময়ই নিয়েছে। আগামী বছরই এই অনলাইন রিটেইল জায়ান্ট কিন্ডল ফায়ার ট্যাবলেটের নতুন সংস্করণের আনছে বলেই খবর রটেছে। নতুন সংস্করণের এ ডিভাইসটির পর্দাম মাপ হবে ৮.৯ ইঞ্চি। বাজারে ৮.৯ ইঞ্চির ট্যাবলেট হিসেবে এটিই হবে প্রথম। এ ছাড়াও ১০ ইঞ্চি কিন্ডল ফায়ার-এর একটি মডেল আনতে পারে এমন খবরও রটেছে। প্রথমে ৭ ইঞ্চি মাপের কিন্ডল ফায়ারের পরবর্তী সংস্করণ হিসেবে অ্যামাজন ১০.১ ইঞ্চি মাপের নতুন ট্যাবলেট আনতে পারে বলে গুজব ছিলো। কিন্তু ট্যাবলেট বিপননকারীরা নাকি বাজারে থাকা ৯.৭ এবং ১০.১ ইঞ্চি মাপের ট্যাবলেটের আধিক্য থাকায় নতুন সংস্করণের মাপে ভিন্নতা চেয়েছে। তাই, অ্যামাজন কিন্ডল ফায়ারের পরবর্তী সংস্করণ হিসেবে ৮.৯ ইঞ্চি মাপের ট্যাবলেটই তৈরি করবে। ২০১২ সালের সেপ্টেম্বর নাগাদ এ ডিভাইসটি বাজারে আসতে পারে। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে এসেছে অ্যামাজনের ৭ ইঞ্চি মাপের কিন্ডল ফায়ার ট্যাবলেট। মাত্র ১৯৯ ডলারের এ ট্যাবলেটি বিক্রিতে অ্যামজন লসও গুনছে। কিন্তু জনপ্রিয়তার কারণে এবার স্মার্টফোন বাজারেও অ্যামাজনের পা পড়ছে বলেই খবর রটেছে। ট্যাবলেট এবং স্মার্টফোন দুক্ষেত্রেই এবছর অ্যামাজনকে চাঙ্গা দেখা দিতে পারে।
চলতি বছর মাত্র ৭ ইঞ্চি মাপের একটি ট্যাবলেট বাজারে ছাড়ে অ্যামাজন। কিন্ডল ফায়ার নামের এ ট্যাবলেটটি বাজারে মাত করতে খুব কম সময়ই নিয়েছে। আগামী বছরই এই অনলাইন রিটেইল জায়ান্ট কিন্ডল ফায়ার ট্যাবলেটের নতুন সংস্করণের আনছে বলেই খবর রটেছে। নতুন সংস্করণের এ ডিভাইসটির পর্দাম মাপ হবে ৮.৯ ইঞ্চি। বাজারে ৮.৯ ইঞ্চির ট্যাবলেট হিসেবে এটিই হবে প্রথম। এ ছাড়াও ১০ ইঞ্চি কিন্ডল ফায়ার-এর একটি মডেল আনতে পারে এমন খবরও রটেছে। প্রথমে ৭ ইঞ্চি মাপের কিন্ডল ফায়ারের পরবর্তী সংস্করণ হিসেবে অ্যামাজন ১০.১ ইঞ্চি মাপের নতুন ট্যাবলেট আনতে পারে বলে গুজব ছিলো। কিন্তু ট্যাবলেট বিপননকারীরা নাকি বাজারে থাকা ৯.৭ এবং ১০.১ ইঞ্চি মাপের ট্যাবলেটের আধিক্য থাকায় নতুন সংস্করণের মাপে ভিন্নতা চেয়েছে। তাই, অ্যামাজন কিন্ডল ফায়ারের পরবর্তী সংস্করণ হিসেবে ৮.৯ ইঞ্চি মাপের ট্যাবলেটই তৈরি করবে। ২০১২ সালের সেপ্টেম্বর নাগাদ এ ডিভাইসটি বাজারে আসতে পারে। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে এসেছে অ্যামাজনের ৭ ইঞ্চি মাপের কিন্ডল ফায়ার ট্যাবলেট। মাত্র ১৯৯ ডলারের এ ট্যাবলেটি বিক্রিতে অ্যামজন লসও গুনছে। কিন্তু জনপ্রিয়তার কারণে এবার স্মার্টফোন বাজারেও অ্যামাজনের পা পড়ছে বলেই খবর রটেছে। ট্যাবলেট এবং স্মার্টফোন দুক্ষেত্রেই এবছর অ্যামাজনকে চাঙ্গা দেখা দিতে পারে।
আইফোন ৫
২০১১ সালে প্রযুক্তিবিশ্বে সবচেয়ে আলোচিত সম্ভাব্য স্মার্টফোন আইফোন ৫। এ ফোনটি ঘিরে গুজবের ছড়াছড়ি ছিলো সবচেয়ে বেশি। চলতি বছরই এ ফোনটি বাজারে আসছে বলে ধারণা করেছিলেন প্রযুক্তিবিশ্লেষকরা। কিন্তু অ্যাপল গুজবে জল ঢেলে আইফোন ৫ না এনে আইফোন ৪ এস সংস্করণটি বাজারে ছাড়ে। কিন্ত গুজব এখানেই থেমে যায়নি। গুজবে প্রকাশ, আইফোন ৫ তৈরি করেছিলো অ্যাপল কিন্তু সিইও স্টিভ জবস-এর তা পছন্দ না হওয়ায় তিনি আইফোন ৫ বাজারে আনতে নিষেধ করেন। এরপরই আনা হয় আইফোন ৪এস। ৫ অক্টোবর স্টিভ জবস মারা যাবার পর নতুন আইফোন নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল এমন খবর চাউর হয়েছে। আইফোন ৫ আসলে দেখতে কেমন হবে তার বিভিন্ন কাল্পনিক মডেল ঘুরছে ইন্টারনেটের বিভিন্ন সাইটে। তবে, অ্যাপল মুখ না খুললেও প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, বাজারে প্রতিদ্বন্দিতা বেড়ে যাওয়ায় আগামী বছরই আইফোন ৫ বাজারে আনবে অ্যাপল।
২০১১ সালে প্রযুক্তিবিশ্বে সবচেয়ে আলোচিত সম্ভাব্য স্মার্টফোন আইফোন ৫। এ ফোনটি ঘিরে গুজবের ছড়াছড়ি ছিলো সবচেয়ে বেশি। চলতি বছরই এ ফোনটি বাজারে আসছে বলে ধারণা করেছিলেন প্রযুক্তিবিশ্লেষকরা। কিন্তু অ্যাপল গুজবে জল ঢেলে আইফোন ৫ না এনে আইফোন ৪ এস সংস্করণটি বাজারে ছাড়ে। কিন্ত গুজব এখানেই থেমে যায়নি। গুজবে প্রকাশ, আইফোন ৫ তৈরি করেছিলো অ্যাপল কিন্তু সিইও স্টিভ জবস-এর তা পছন্দ না হওয়ায় তিনি আইফোন ৫ বাজারে আনতে নিষেধ করেন। এরপরই আনা হয় আইফোন ৪এস। ৫ অক্টোবর স্টিভ জবস মারা যাবার পর নতুন আইফোন নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল এমন খবর চাউর হয়েছে। আইফোন ৫ আসলে দেখতে কেমন হবে তার বিভিন্ন কাল্পনিক মডেল ঘুরছে ইন্টারনেটের বিভিন্ন সাইটে। তবে, অ্যাপল মুখ না খুললেও প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, বাজারে প্রতিদ্বন্দিতা বেড়ে যাওয়ায় আগামী বছরই আইফোন ৫ বাজারে আনবে অ্যাপল।
অ্যাপল আইটিভি
অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস ইঙ্গিত দিয়েছিলেন, অ্যাপল আইটিভি নামের একটি টিভি তৈরি করছে। আগামী বছর অ্যাপল-এর আইটিভির দেখা মিলতে পারে। টেক জায়ান্ট অ্যাপল ‘আইটিভি’ নামে নতুন টেলিভিশন তৈরি করছে বলে তথ্যও দিয়েছেন যুক্তরাজ্যের এক প্রযুক্তি বিশ্লেষক। নতুন এ টেলিভিশনে এক্সবক্স গেইমিং কনসোলের মতো জেশ্চার বা অঙ্গভঙ্গি বুঝতে পারার প্রযুক্তি ব্যবহৃত হবে বলেও তিনি জানিয়েছেন। জেশ্চার প্রযুক্তিটি পরিচালক এবং নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ‘মাইনোরিটি রিপোর্ট’ ছবিতে দেখানো হয়েছিলো। পরে কাইনেক্ট ডিভাইসে এমন প্রযুক্তি আনে মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও এমন প্রযুক্তি আনার কথা মাইক্রোসফট ভাবছে বলে বাজারে গুজব রয়েছে। তবে, প্রযুক্তিবিশ্লেষকের দাবী, অ্যাপল কর্তৃপক্ষ টিভিতে যে প্রযুক্তি আনছে তার ব্যবহার গেইমিং কনসোলের চেয়েও বেশি হবে। আইটিভিতে এ প্রযুক্তি ব্যবহারের ফলে টিভির সামনে কোনো দর্শক মন্তব্য বা অঙ্গভঙ্গি করলে টিভি সেটা বুঝতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিশ্লেষক পিটার মিসেক জানিয়েছেন, নতুন প্রযুক্তির এমন টিভি তৈরির পরিকল্পনা করে গেছেন অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস। তার বায়োগ্রাফিতেও এমন ইঙ্গিত দিয়ে গেছেন তিনি। ’ জায়ান্ট অ্যাপল ‘আইটিভি’ নামের টেলিভিশন আনতে পারে আর তাতে নতুন অনেক ফিচারের সঙ্গে হার্ডওয়্যার হিসেবে যোগ হতে পারে আইস্ক্রিনও। এ টিভিতে বিভিন্ন অ্যাপ্লিকেশনের পাশাপাশি বাঁকানো স্ক্রিন থাকতেও পারে বলে প্রযুক্তিবিদরা ধারণা করছেন। অবশ্য, অ্যাপল কর্তৃপক্ষ টিভি স্ক্রিন বিষয়ে মুখ বন্ধ করে রেখেছে।
অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস ইঙ্গিত দিয়েছিলেন, অ্যাপল আইটিভি নামের একটি টিভি তৈরি করছে। আগামী বছর অ্যাপল-এর আইটিভির দেখা মিলতে পারে। টেক জায়ান্ট অ্যাপল ‘আইটিভি’ নামে নতুন টেলিভিশন তৈরি করছে বলে তথ্যও দিয়েছেন যুক্তরাজ্যের এক প্রযুক্তি বিশ্লেষক। নতুন এ টেলিভিশনে এক্সবক্স গেইমিং কনসোলের মতো জেশ্চার বা অঙ্গভঙ্গি বুঝতে পারার প্রযুক্তি ব্যবহৃত হবে বলেও তিনি জানিয়েছেন। জেশ্চার প্রযুক্তিটি পরিচালক এবং নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ‘মাইনোরিটি রিপোর্ট’ ছবিতে দেখানো হয়েছিলো। পরে কাইনেক্ট ডিভাইসে এমন প্রযুক্তি আনে মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও এমন প্রযুক্তি আনার কথা মাইক্রোসফট ভাবছে বলে বাজারে গুজব রয়েছে। তবে, প্রযুক্তিবিশ্লেষকের দাবী, অ্যাপল কর্তৃপক্ষ টিভিতে যে প্রযুক্তি আনছে তার ব্যবহার গেইমিং কনসোলের চেয়েও বেশি হবে। আইটিভিতে এ প্রযুক্তি ব্যবহারের ফলে টিভির সামনে কোনো দর্শক মন্তব্য বা অঙ্গভঙ্গি করলে টিভি সেটা বুঝতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিশ্লেষক পিটার মিসেক জানিয়েছেন, নতুন প্রযুক্তির এমন টিভি তৈরির পরিকল্পনা করে গেছেন অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস। তার বায়োগ্রাফিতেও এমন ইঙ্গিত দিয়ে গেছেন তিনি। ’ জায়ান্ট অ্যাপল ‘আইটিভি’ নামের টেলিভিশন আনতে পারে আর তাতে নতুন অনেক ফিচারের সঙ্গে হার্ডওয়্যার হিসেবে যোগ হতে পারে আইস্ক্রিনও। এ টিভিতে বিভিন্ন অ্যাপ্লিকেশনের পাশাপাশি বাঁকানো স্ক্রিন থাকতেও পারে বলে প্রযুক্তিবিদরা ধারণা করছেন। অবশ্য, অ্যাপল কর্তৃপক্ষ টিভি স্ক্রিন বিষয়ে মুখ বন্ধ করে রেখেছে।
আইপ্যাড ৩
সম্প্রতি গুজব রটেছে, টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইপ্যাডের তৃতীয় সংস্করণ তৈরির কাজ শেষ করে ফেলেছে প্রতিষ্ঠানটি, এখন কেবল বাজারে ছাড়তেই যা দেরি। খবর রটেছিলো, ২০১১ সালে আইফোন ৫ এবং আইপ্যাড ৩ একসঙ্গে বাজারে এনে চমকে দেবে অ্যাপল। কিন্তু অ্যাপল সিইও স্টিভ জবস মারা যাবার আগে কেবল আইফোন ৪ এস ডিভাইসটির ঘোষণা দেয় তারা। এদিকে আইপ্যাড ঘিরে রহস্য থেকেই যায়। এখন প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আগামী বছর এ ডিভাইসটি বাজারে আনবে অ্যাপল। জানা গেছে, ডিভাইসটির নাম আইপ্যাড এইচডিও রাখতে পারে অ্যাপল। আইপ্যাড ঘিরে অনেক গুজব চাউর হলেও একটা গুজবের সঙ্গে সবগুলোর মিল রয়েছে; আর তা হচ্ছে- রেটিনা ডিসপ্লে। এ ছাড়াও অ্যাপলের এ ডিভাইসটিতে যোগ হতে পারে গ্লেয়ার প্রটেক্টর, হ্যাপটিক ফিডব্যাক, বায়োমেট্রিক সিকিউরিটি এবং তার ছাড়াই চার্জ দেবার মতো ফিচারগুলো। বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের দ্বিতীয় সংস্করণের চেয়ে আইপ্যাড ৩ বেশ হালকা-পাতলা হবে বলেই জানা গেছে। উল্লেখ্য, আইপ্যাড প্রথম বাজারে আসে ২০১০ সালের এপ্রিলে। তারপর আইপ্যাডের দ্বিতীয় সংস্করণ আইপ্যাড ২ বাজারে আসে ২০১১ সালের মার্চ মাসে। বিশ্লেষকরা বলছেন, নতুন আইপ্যাড আগামী বছরের ২০১২ ফেব্রæয়ারি মাসে বাজারে আসবে। অ্যাপল এই মুহূর্তে সারাবিশ্বের ৬৫% ট্যাবলেট বাজার দখল করে আছে।
সম্প্রতি গুজব রটেছে, টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইপ্যাডের তৃতীয় সংস্করণ তৈরির কাজ শেষ করে ফেলেছে প্রতিষ্ঠানটি, এখন কেবল বাজারে ছাড়তেই যা দেরি। খবর রটেছিলো, ২০১১ সালে আইফোন ৫ এবং আইপ্যাড ৩ একসঙ্গে বাজারে এনে চমকে দেবে অ্যাপল। কিন্তু অ্যাপল সিইও স্টিভ জবস মারা যাবার আগে কেবল আইফোন ৪ এস ডিভাইসটির ঘোষণা দেয় তারা। এদিকে আইপ্যাড ঘিরে রহস্য থেকেই যায়। এখন প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আগামী বছর এ ডিভাইসটি বাজারে আনবে অ্যাপল। জানা গেছে, ডিভাইসটির নাম আইপ্যাড এইচডিও রাখতে পারে অ্যাপল। আইপ্যাড ঘিরে অনেক গুজব চাউর হলেও একটা গুজবের সঙ্গে সবগুলোর মিল রয়েছে; আর তা হচ্ছে- রেটিনা ডিসপ্লে। এ ছাড়াও অ্যাপলের এ ডিভাইসটিতে যোগ হতে পারে গ্লেয়ার প্রটেক্টর, হ্যাপটিক ফিডব্যাক, বায়োমেট্রিক সিকিউরিটি এবং তার ছাড়াই চার্জ দেবার মতো ফিচারগুলো। বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের দ্বিতীয় সংস্করণের চেয়ে আইপ্যাড ৩ বেশ হালকা-পাতলা হবে বলেই জানা গেছে। উল্লেখ্য, আইপ্যাড প্রথম বাজারে আসে ২০১০ সালের এপ্রিলে। তারপর আইপ্যাডের দ্বিতীয় সংস্করণ আইপ্যাড ২ বাজারে আসে ২০১১ সালের মার্চ মাসে। বিশ্লেষকরা বলছেন, নতুন আইপ্যাড আগামী বছরের ২০১২ ফেব্রæয়ারি মাসে বাজারে আসবে। অ্যাপল এই মুহূর্তে সারাবিশ্বের ৬৫% ট্যাবলেট বাজার দখল করে আছে।
প্লেস্টেশন ভিটা
জাপানের রাজধানী টোকিও শহরে গত ১৭ ডিসেম্বর নতুন প্লেস্টেশন ভিটা বাজারে এনেছে সনি। খবর রটেছে, আগামী বছর প্লেস্টেশন ভিটার নতুন সংস্করণটি আন্তর্জাতিক বাজারে ছাড়বে তারা। নতুন সংস্করণের এই গেইমিং ডিভাইসটিতে থাকবে ডুয়াল এনালগ স্টিক, টাচ স্ক্রিন। সম্প্রতি জাপানের বাজারে আসা নতুন প্লেস্টেশনে রয়েছে ৫ ইঞ্চি মাপের পর্দা (১২ সেন্টিমিটার), এলইডি টাচস্ক্রিন, দুটি ক্যামেরা এবং জিপিএস রিসিভার ছাড়াও ওয়াইফাই এবং থ্রিজি সুবিধা। নতুন এ ডিভাইসটিতে ২০টি গেইম পাওয়া যাবে একেবারেই বিনামূল্যে। কেবল জাপানের বাজারে এ ডিভাইসটি আসায় ইতোমধ্যে বাজারে বেশ আগ্রহ বাড়িয়েছে। ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করলে এটি আরো বাজার দখল করবে বলেই বাজার বিশ্লেষকরা ধারণা করছেন।
জাপানের রাজধানী টোকিও শহরে গত ১৭ ডিসেম্বর নতুন প্লেস্টেশন ভিটা বাজারে এনেছে সনি। খবর রটেছে, আগামী বছর প্লেস্টেশন ভিটার নতুন সংস্করণটি আন্তর্জাতিক বাজারে ছাড়বে তারা। নতুন সংস্করণের এই গেইমিং ডিভাইসটিতে থাকবে ডুয়াল এনালগ স্টিক, টাচ স্ক্রিন। সম্প্রতি জাপানের বাজারে আসা নতুন প্লেস্টেশনে রয়েছে ৫ ইঞ্চি মাপের পর্দা (১২ সেন্টিমিটার), এলইডি টাচস্ক্রিন, দুটি ক্যামেরা এবং জিপিএস রিসিভার ছাড়াও ওয়াইফাই এবং থ্রিজি সুবিধা। নতুন এ ডিভাইসটিতে ২০টি গেইম পাওয়া যাবে একেবারেই বিনামূল্যে। কেবল জাপানের বাজারে এ ডিভাইসটি আসায় ইতোমধ্যে বাজারে বেশ আগ্রহ বাড়িয়েছে। ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করলে এটি আরো বাজার দখল করবে বলেই বাজার বিশ্লেষকরা ধারণা করছেন।
৪ জি ফোন
বাজারে আসবে বিভিন্ন মডেলের ফোরজি ফোন এবং ফোরজি সার্ভিস। বিভিন্ন টেলিকেম সার্ভিস তাদের গ্রাহকদের জন্য ফোরজি সুবিধার স্মার্টফোন তৈরি করবে। ফোরজি স্মার্টফোন তৈরি করতে এইচটিসি, স্যামসাং, অ্যাপল, মটেরোলাসহ অনেকেই এগিয়ে আসবে আগামী বছরই।
বাজারে আসবে বিভিন্ন মডেলের ফোরজি ফোন এবং ফোরজি সার্ভিস। বিভিন্ন টেলিকেম সার্ভিস তাদের গ্রাহকদের জন্য ফোরজি সুবিধার স্মার্টফোন তৈরি করবে। ফোরজি স্মার্টফোন তৈরি করতে এইচটিসি, স্যামসাং, অ্যাপল, মটেরোলাসহ অনেকেই এগিয়ে আসবে আগামী বছরই।
নুক ট্যাবলেট ২
বার্নস এন্ড নোবল তাদের নুক ট্যাবলেট-এর দ্বিতীয় সংস্করণ আগামী বছর বাজারে আনতে পারে। ২০১১ সালে রঙিন নুক ট্যাবলেট পিসি বাজারে ২৪৯ ডলার মূল্যমানের এই ট্যাবলেটটিতে রয়েছে ৭-ইঞ্চি ডিসপ্লে, ১ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ১৬জিবি স্টোরেজ। নুক ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণে আরো উন্নত ফিচার যোগ করছে বার্নস এন্ড নোবেল।
বার্নস এন্ড নোবল তাদের নুক ট্যাবলেট-এর দ্বিতীয় সংস্করণ আগামী বছর বাজারে আনতে পারে। ২০১১ সালে রঙিন নুক ট্যাবলেট পিসি বাজারে ২৪৯ ডলার মূল্যমানের এই ট্যাবলেটটিতে রয়েছে ৭-ইঞ্চি ডিসপ্লে, ১ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ১৬জিবি স্টোরেজ। নুক ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণে আরো উন্নত ফিচার যোগ করছে বার্নস এন্ড নোবেল।
নিকন ডি ৮০০
৯-১২ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিতব্য বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস)-এ আসতে পারে নিকন ডি ৮০০ মডেলের ক্যামেরা। ২০০৮ সাল থেকে বাজারে রয়েছে নিকন এসএলআর ক্যামেরা ডি৭০০। এ মডেলটির পরবর্তী সংস্করণই আগামী বছর বাজারে আসতে পারে। এ মডেলের ক্যামেরা হবে নিকনের সবচেয়ে বেশি রেজুলিউশনের ক্যামেরা। ছোট আকারের এ ক্যামেরায় ৩৬ মেগাপিক্সেলে ছবি তোলা যাবে। এতে থাকবে উন্নত অটোফোকাস এবং ফেস ডিটেকশন ব্যবস্থা । থ্রিডি ভিডিও করা যাবে এ ক্যামেরায়। এ ক্যামেরার দাম হতে পারে ৩ হাজার ডলার এর মত।
৯-১২ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিতব্য বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস)-এ আসতে পারে নিকন ডি ৮০০ মডেলের ক্যামেরা। ২০০৮ সাল থেকে বাজারে রয়েছে নিকন এসএলআর ক্যামেরা ডি৭০০। এ মডেলটির পরবর্তী সংস্করণই আগামী বছর বাজারে আসতে পারে। এ মডেলের ক্যামেরা হবে নিকনের সবচেয়ে বেশি রেজুলিউশনের ক্যামেরা। ছোট আকারের এ ক্যামেরায় ৩৬ মেগাপিক্সেলে ছবি তোলা যাবে। এতে থাকবে উন্নত অটোফোকাস এবং ফেস ডিটেকশন ব্যবস্থা । থ্রিডি ভিডিও করা যাবে এ ক্যামেরায়। এ ক্যামেরার দাম হতে পারে ৩ হাজার ডলার এর মত।
ক্যানন ৫ডি মার্ক ৩
নিকন ডি ৮০০ মডেলের মতো ক্যাননের ফুল-ফ্রেম ফলো-আপ ইওএস ৫ডি মার্ক ৩ বাজারে আসবে আগামী বছরই। ২০১১ সালেই ক্যানন ৫ডি মার্ক ৩ সংস্করণটি বাজারে আসার খবর রটেছিলো। কিন্তু জাপানের ভূমিকম্প এবং সুনামির পাশাপাশি থাইল্যান্ডের বন্যা পরিস্থিতি অনুকূলে না থাকায় ক্যামেরায় নতুন সংস্করণটি ছাড়েনি ক্যানন। নতুন সংস্করণের ৫ডি মার্ক ৩-এর দাম আড়াই হাজার ডলারের বেশি হতে পারে।
নিকন ডি ৮০০ মডেলের মতো ক্যাননের ফুল-ফ্রেম ফলো-আপ ইওএস ৫ডি মার্ক ৩ বাজারে আসবে আগামী বছরই। ২০১১ সালেই ক্যানন ৫ডি মার্ক ৩ সংস্করণটি বাজারে আসার খবর রটেছিলো। কিন্তু জাপানের ভূমিকম্প এবং সুনামির পাশাপাশি থাইল্যান্ডের বন্যা পরিস্থিতি অনুকূলে না থাকায় ক্যামেরায় নতুন সংস্করণটি ছাড়েনি ক্যানন। নতুন সংস্করণের ৫ডি মার্ক ৩-এর দাম আড়াই হাজার ডলারের বেশি হতে পারে।
উইন্ডোজ ৮
উইন্ডোজ ৮কে বলা হচ্ছে মাইক্রোসফটের বাজীর ঘোড়া। টেক জায়ান্ট মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ ঘিরে প্রযুক্তি বিশ্বে অনেকদিন ধরেই আলোচনা হয়েছে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাইক্রোসফট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন এ অপারেটিং সিস্টেমের ওপর থেকে পর্দা সরিয়ে নিয়েছে। ক্যালিফোর্নিয়ার বিল্ড ডেভেলপারস কনফারেন্সে উইন্ডোজ ৮ বাজারে আনার কথা জানিয়েছেন মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট স্টিভেন সিনোফস্কি। কম্পিউটার, ট্যাবলেট এবং ল্যাপটপ প্ল্যাটফর্মের জন্য ব্যবহৃত হবে এ সংস্করণটি। আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা উইন্ডোজ ৮ সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির। এ প্রসঙ্গে মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট স্টিভেন সিনোফস্কি জানিয়েছেন, ‘আমরা উইন্ডোজকে নতুন করে সাজিয়েছি। উইন্ডোজ ৯৫ সংস্করণের পর অপারেটিং সিস্টেম আপগ্রেডের ক্ষেত্রে সবচেয়ে বেশি উইন্ডোজ ৮ কেই গুরুত্ব দেয়া হয়েছে। এ সফটওয়্যারটি কোনো অ্যাপস ছাড়াই নতুন ক্ষমতার। ’
এবারের ‘বিল্ড’ নামে ডেভেলপার্স কনফারেন্সে টেক জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর বিভিন্ন ফিচার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এ প্রসঙ্গে স্টিভেন সিনোফস্কি বলেছেন, ‘অন্যান্য সংস্করণে মাল্টিটাস্কিং সুবিধার কথা বলা হলেও উইন্ডোজ ৮ এ পাওয়া যাবে আসল মাল্টিটাস্কিং-এর মজা। ’ কেবল ট্যাবলেট নয়, এ অপারেটিং সিস্টেম ডেস্কটপ এবং ল্যাপটপের জন্যও। উইন্ডোজ ৮ এ ব্যবহার করা হয়েছে হাইপার- ভি ভার্চুয়ালাইজেশন; যার ফলে উইন্ডোজ ৭ বা তার আগের সংস্করণের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলোও এখানে কাজ করবে। এতে থাকবে একটি অ্যাপ্লিকেশন স্টোর, যেখান থেকে ব্যবহারকারীরা নানান অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। ক্লাউড কম্পিউটিংভিত্তিক এ অপারেটিং সিস্টেমে ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরির জন্য নানান টুলস দিয়ে দেয়া হয়েছে যা ইতোমধ্যেই ডেভেলপারদের কাছে প্রশংসা পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, ‘টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেমকে টক্কর দিতেই নতুন করে ভাবতে হয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষকে। ’
নতুন অনেকগুলো ফিচার রয়েছে উইন্ডোজ ৮-এ। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউজার ইন্টারফেস, টাচ, স্কাইড্রাইভ, অ্যাপস্টোর, এআরএম প্রসেসর, টাস্ক ম্যানেজারসহ বেশ কিছু নতুন ফিচার। এ ছাড়াও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে নিরাপত্তা বাড়াতে নতুন পাসওয়ার্ড ব্যবস্থা আনছে মাইক্রোসফট। পাসওয়ার্ড হিসেবে প্রচলিত অক্ষর ছাড়াও টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেমে ছবি পাসওয়ার্ড ব্যবস্থা আনছে বলে খবর রটেছে। বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস) থেকে সরে যাবার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। মাইক্রোসফট-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৯-১২ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় এবারই তারা শেষবারের মতো অংশ নেবে। এ মেলাতেই উইন্ডোজ ৮-এর ঘোষণা দিতে পারে মাইক্রোসফট এমন ধারণা করছেন বিশ্লেষকরা। তবে মাইক্রোসফট বলছে, তারা যখন নিজেদের সুবিধামত সময় আসবে তখন অ্যাপলের মতো নিজেরা পণ্য প্রদর্শনের আয়োজন করে নতুন পণ্য আনার ঘোষণা দেবে। নতুন পণ্য আনার জন্য আর সিইএস মেলাকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেয়া হবে না। ২০১২ সালে মাইক্রোসফট নিজেরা অনুষ্ঠান করে হয়তো উইন্ডোজ ৮-এর ঘোষণা দেবে বলেই প্রযুক্তিবিশ্লেষকরা ধারণা করছেন।
উইন্ডোজ ৮কে বলা হচ্ছে মাইক্রোসফটের বাজীর ঘোড়া। টেক জায়ান্ট মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ ঘিরে প্রযুক্তি বিশ্বে অনেকদিন ধরেই আলোচনা হয়েছে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাইক্রোসফট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন এ অপারেটিং সিস্টেমের ওপর থেকে পর্দা সরিয়ে নিয়েছে। ক্যালিফোর্নিয়ার বিল্ড ডেভেলপারস কনফারেন্সে উইন্ডোজ ৮ বাজারে আনার কথা জানিয়েছেন মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট স্টিভেন সিনোফস্কি। কম্পিউটার, ট্যাবলেট এবং ল্যাপটপ প্ল্যাটফর্মের জন্য ব্যবহৃত হবে এ সংস্করণটি। আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা উইন্ডোজ ৮ সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির। এ প্রসঙ্গে মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট স্টিভেন সিনোফস্কি জানিয়েছেন, ‘আমরা উইন্ডোজকে নতুন করে সাজিয়েছি। উইন্ডোজ ৯৫ সংস্করণের পর অপারেটিং সিস্টেম আপগ্রেডের ক্ষেত্রে সবচেয়ে বেশি উইন্ডোজ ৮ কেই গুরুত্ব দেয়া হয়েছে। এ সফটওয়্যারটি কোনো অ্যাপস ছাড়াই নতুন ক্ষমতার। ’
এবারের ‘বিল্ড’ নামে ডেভেলপার্স কনফারেন্সে টেক জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর বিভিন্ন ফিচার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এ প্রসঙ্গে স্টিভেন সিনোফস্কি বলেছেন, ‘অন্যান্য সংস্করণে মাল্টিটাস্কিং সুবিধার কথা বলা হলেও উইন্ডোজ ৮ এ পাওয়া যাবে আসল মাল্টিটাস্কিং-এর মজা। ’ কেবল ট্যাবলেট নয়, এ অপারেটিং সিস্টেম ডেস্কটপ এবং ল্যাপটপের জন্যও। উইন্ডোজ ৮ এ ব্যবহার করা হয়েছে হাইপার- ভি ভার্চুয়ালাইজেশন; যার ফলে উইন্ডোজ ৭ বা তার আগের সংস্করণের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলোও এখানে কাজ করবে। এতে থাকবে একটি অ্যাপ্লিকেশন স্টোর, যেখান থেকে ব্যবহারকারীরা নানান অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। ক্লাউড কম্পিউটিংভিত্তিক এ অপারেটিং সিস্টেমে ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরির জন্য নানান টুলস দিয়ে দেয়া হয়েছে যা ইতোমধ্যেই ডেভেলপারদের কাছে প্রশংসা পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, ‘টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেমকে টক্কর দিতেই নতুন করে ভাবতে হয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষকে। ’
নতুন অনেকগুলো ফিচার রয়েছে উইন্ডোজ ৮-এ। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউজার ইন্টারফেস, টাচ, স্কাইড্রাইভ, অ্যাপস্টোর, এআরএম প্রসেসর, টাস্ক ম্যানেজারসহ বেশ কিছু নতুন ফিচার। এ ছাড়াও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে নিরাপত্তা বাড়াতে নতুন পাসওয়ার্ড ব্যবস্থা আনছে মাইক্রোসফট। পাসওয়ার্ড হিসেবে প্রচলিত অক্ষর ছাড়াও টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেমে ছবি পাসওয়ার্ড ব্যবস্থা আনছে বলে খবর রটেছে। বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস) থেকে সরে যাবার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। মাইক্রোসফট-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৯-১২ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় এবারই তারা শেষবারের মতো অংশ নেবে। এ মেলাতেই উইন্ডোজ ৮-এর ঘোষণা দিতে পারে মাইক্রোসফট এমন ধারণা করছেন বিশ্লেষকরা। তবে মাইক্রোসফট বলছে, তারা যখন নিজেদের সুবিধামত সময় আসবে তখন অ্যাপলের মতো নিজেরা পণ্য প্রদর্শনের আয়োজন করে নতুন পণ্য আনার ঘোষণা দেবে। নতুন পণ্য আনার জন্য আর সিইএস মেলাকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেয়া হবে না। ২০১২ সালে মাইক্রোসফট নিজেরা অনুষ্ঠান করে হয়তো উইন্ডোজ ৮-এর ঘোষণা দেবে বলেই প্রযুক্তিবিশ্লেষকরা ধারণা করছেন।
Subscribe to:
Posts (Atom)