16 January 2012

অগাস্টেই ফেইসবুকে ১০০ কোটি ব্যবহারকারী


সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুক ব্যবহারকারী সংখ্যা চলতি বছরের অগাস্ট মাসেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারে। ডিজিটাল মাকেটিং ফার্ম আইক্রসিং সম্প্রতি ফেইসবুক ব্যবহারকারী বিষয়ে এমন পূর্বাভাস দিয়েছে। খবর এমএসএনবিসি-এর।বর্তমানে ফেইসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার এবং পরিসংখ্যান যাচাই করে এ তথ্য দিয়েছে আইক্রসিং।আইক্রসিং-এর তথ্য অনুসারে, ১২ অগাস্ট ফেইসবুক এবং গোটা ইন্টারনেট দুনিয়ার জন্য সেই অবিস্মরণীয় মুহুর্তটি হতে পারে। ২০১১ সালের জুলাই মাসে ফেইসবুক কর্তৃপক্ষ ৭৫ কোটি ব্যবহারকারীর তথ্য জানিয়েছিলো।ভারত, ব্রাজিল-এর মতো উন্নয়নশীল দেশগুলোতে ফেইসবুক ব্যবহারকারী বেড়ে যাওয়া এবং মোবাইল ফোনে ফেইসবুক ব্যবহারের সুবিধা যোগ হওয়ায় দ্রুতই বাড়ছে সোশাল নেটওয়ার্কিং সাইটটি ব্যবহারকারীর সংখ্যা। উন্নয়নশীল দেশগুলোতে ফেইসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার বেশি হলেও যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে ফেইসবুক ব্যবহারের উৎসাহে কিছুটা ভাটা পড়েছে বলেই বিশ্লেষকরা বলছেন।উল্লেখ্য, ফেইসবুকের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে সার্চ জায়ান্ট গুগলের চালু করা সোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘গুগল প্লাস’ ব্যবহারকারী সংখ্যা প্রায় ১০ কোটির কাছাকাছি চলে এসেছে বলেই জানা গেছে।

No comments:

Post a Comment