07 June 2012

উইন্ডোজ ৮ সহ টাচ পিসি আনছে এসার


কিছুদিনের মধ্যেই বাজারে উইন্ডোজ ৮-এর টাচ ভার্সনের অপারেটিং সিস্টেমের বিভিন্ন ডিভাইস বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে এসার। খবর ওয়াল স্ট্রিট জার্নাল-এর।

কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলেবর মধ্যে আয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে এসার। এবার তারা বাজারে নিয়ে আসছে টাচ মনিটরসহ উইন্ডোজ ৮ ভার্সনের ল্যাপটপ, ট্যাবলেট পিসি ও ডেস্কটপ। তাইওয়ানের বার্ষিক কম্পিউটেক্স কম্পিউটার ইন্ডাস্ট্রি ট্রেড শোতে এ ঘোষণা দেয় এসার। তবে পণ্যগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি।

এসারের চিফ এক্সিকিউটিভ জে.টি ওয়াং বলেন, পণ্যগুলোর কোয়ালিটি ডেভেলপমেন্টের কাজ চলছে। যে কারণে দাম ও বাজারে ছাড়ার তারিখ তারা এখনো ঘোষণা করেননি। 

অ্যাপলের আইফোন, আইপ্যাডের কাছে কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যে বাজার হারাতে বসেছে, টাচ সুবিধাসহ উইন্ডোজ ৮ চালুর মাধ্যমে তা পুনরুদ্ধার করতে এসার মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমটিকে গুরুত্ব দিচ্ছে।

No comments:

Post a Comment