সূত্র জানিয়েছে, গুগলের পণ্য হওয়ার পরও এতে মাইক্রোসফটের পেটেন্ট ব্যবহার হওয়ার বিষয়টি অনেককেই অবাক করতে পারে। কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহৃত একাধিক প্রযুক্তিই সরাসরি মাইক্রোসফটের পেটেন্ট করা। আর এসবের কল্যাণে প্রতি বছর অ্যান্ড্রয়েড ও ক্রোম থেকে মাইক্রোসফটের পকেটে যাচ্ছে লাখ লাখ ডলার।
পেগাট্রন তাওয়ানের অন্যতম ইলেকট্রনিক্স ডিভাইস প্রস্তুতকারক যারা অ্যাপল, এইচপি, এইচটিসি ইত্যাদি বিভিন্ন কোম্পানির পণ্য অ্যাসেম্বল করে থাকে। মাইক্রোসফটের সঙ্গে স্বাক্ষরিত নতুন চুক্তির প্রভাব পড়বে এই কোম্পানির তৈরি করা যে কোনো অ্যান্ড্রয়েড অথবা ক্রোম-চালিত ই-রিডার, ট্যাবলেট এবং স্মার্টফোনে। ম্যাশএবল জানিয়েছে, এর ফলে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত সব অ্যান্ড্রয়েড ডিভাইসের ৭০ শতাংশ চলে আসবে মাইক্রোসফটের লাইসেন্সে।
তবে এই চুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য দু’পক্ষের কেউই জানায়নি
No comments:
Post a Comment