28 April 2012

আকাশছোঁয়া মুনাফার ঘোষণা দিলো অ্যাপল


সম্প্রতি ক্যালিফোর্নিয়ার কোম্পানি অ্যাপল চলতি বছরের প্রথম তিনমাসে বিরাট অংকের লাভের ঘোষণা দিয়েছে। এই মুনাফা গত বছরের তুলনায় বেড়েছে শতকরা ৯৪ ভাগ। জানা গেছে, এই ঘোষণার সঙ্গে সঙ্গেই শেয়ারবাজারে অ্যাপলের শেয়ার মূল্য সাত শতাংশ বেড়ে গেছে। খবর টাইম ম্যাগাজিন-এর।

সূত্র জানিয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত তাদের আয়ের অঙ্ক ছাড়িয়ে গেছে ১১শ’ কোটি ডলার। মাত্র এক বছর আগেও এই অঙ্ক ছিল ছয়শ’ কোটি ডলার। এ ছাড়া কোম্পানির নিট লাভও গত বছরের তুলনায় ৫৯ শতাংশ বেড়েছে। একইসঙ্গে শেয়ার প্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে ১২.৩০ ডলারে। এক বছর আগেও এই দাম ছিল ৬.৪০ ডলার।

টাইম জানিয়েছে, গত তিন মাসে অ্যাপল সাড়ে তিন কোটিরও বেশি আইফোন বিক্রি করেছে। অন্যদিকে আইপ্যাড বিক্রি করেছে এক কোটির কিছু বেশি। অন্যদিকে প্রায় ৪০ লক্ষ ম্যাক কম্পিউটারও এই তিনমাসে বিক্রি করেছে অ্যাপল।

বিশ্লেষকদের সঙ্গে এক কনফারেন্স কলে অ্যাপলের সিএফও পিটার ওপেনহাইমার জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় দেশ চীনে আইফোনের বিক্রি গত বছরের তুলনায় পাঁচগুণ বেড়েছে। গত তিনমাসে কেবল চীনেই আইফোন বিক্রি থেকে আয় হয়েছে প্রায় নয়শ’ কোটি ডলার।

No comments:

Post a Comment