01 April 2012

এপ্রিলেই আসতে পারে গুগল ড্রাইভ


অনলাইন স্টোরেজ সেবা হিসেবে ড্রপবক্স অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সম্প্রতি গুজব রটেছে, গুগল ড্রপবক্সসহ অন্যান্য ক্লাউড স্টোরেজ সেবার সঙ্গে টেক্কা দিতে শিগগিরই চালু করছে গুগল ড্রাইভ। খবর গিগাওম-এর।

গিগাওম-এর ব্লগার ওম মালিক তার সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে ১ গিগাবাইট জায়গা নিয়ে গুগল ড্রাইভ আসছে এপ্রিলেই চালু হতে পারে। এতে ব্যবহারকারীরা সবচেয়ে বড় যে সুযোগ পাবেন তা হলো পুরনো গুগল অ্যাকাউন্ট দিয়েই নতুন কোনো রেজিস্ট্রেশন না করে ক্লাউড স্টোরেজ পাওয়া।

গুগলের কাছ থেকে ক্লাউড স্টোরেজ সেবা অনেক ব্যবহারকারীই দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে আসছেন। গত বছর গুগল ঘোষণা করে, গুগল ডকস সেবায় কেবল ডকুমেন্ট নয় অন্য ফাইলও রাখা যাবে। কিন্তু এবার কেবল ফাইল রাখার জন্যই গুগল ড্রাইভ আনার পরিকল্পনা করছে গুগল।

তবে এই সেবা চালু হলেও ড্রপবক্সের সঙ্গে পাল্লা দেয়া বেশ কষ্টসাধ্য হবে বলে মনে করেন অনেকে। কেননা, ২ গিগাবাইট জায়গা দেয়া ড্রপবক্সের ক্যাপাসিটি বিনামূল্যেই ৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। এ ছাড়াও এটি সবধরনের ডিভাইস, স্মার্টফোন ও কম্পিউটারে ফাইল আপডেট রাখার সুবিধা দেয়।

No comments:

Post a Comment