01 April 2012

নতুন সাজে বাংলা উইকিপিডিয়া


মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা হোম সাইটটিতে নতুন কিছু ফিচার যোগ করে নতুনভাবে সাজানো হয়েছে।

নতুন পাতায় নির্বাচিত নিবন্ধ, ভালো নিবন্ধ, আপনি জানেন কি এবং নির্বাচিত নিবন্ধে র‌্যানডম সুইচিংসহ নানা ফিচার যোগ করা হয়েছে বলে বাংলা উইকি সূত্রে জানা গেছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, তারা বাংলা উইকিপিডিয়ার হোম পেজটি আরো আকর্ষণীয় করার অনুরোধ পাচ্ছিলেন। এর ফলে, নতুন একটি হোম পেজের ডিজাইন শুরু করা হয়। এ উদ্দেশ্যে জমা তিনটি ডিজাইন থেকে বাছাই করে একটি ডিজাইন নেয়া হয়। সেখানে সংযোজন ও বিয়োজনের পর বর্তমান হোম পেজটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, অলাভজনক প্রতিষ্ঠান উইকিপিডিয়ায় বিভিন্ন দেশের এক লাখেরও বেশি সক্রিয় স্বেচ্ছাসেবক মিলে ২৭০ টিরও বেশি ভাষায় প্রায় ২ কোটি ১০ লাখ আর্টিকেল তৈরি করেছেন।

বাংলা উইকিপিডিয়ার লিংকটি হচ্ছে- http://bn.wikipedia.org

No comments:

Post a Comment