22 March 2012

গুগল ডকসে নতুন ‘স্পেল চেকার’



সার্চ জায়ান্ট গুগল তাদের গুগল ডকসের স্পেল-চেকার বা বানান পরীক্ষণ পদ্ধতিটির উন্নয়ন ঘটিয়েছে। আজ ২২ মার্চ বৃহস্পতিবার থেকে গুগল ডকসের ডকুমেন্টে বানান সংশোধনের জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে। পুরোনো অভিধান ব্যবহারের পরিবর্তে নতুন পদ্ধতিটি ইন্টারনেটের সহায়তায় সঠিক বানান রীতি দেখাবে।
গুগল ডকসকে আরও উন্নত পর্যায়ে নেওয়ার জন্য কাজ করছে গুগল। গুগলের বিনা মূল্যের এই সার্ভিসটি অনেকাংশেই মাইক্রোসফটের অফিস প্রোগ্রামের মতো। 
গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউ জিন লিম এক ব্লগ পোস্টে জানিয়েছেন, গুগল ডকসে কোনো বানান ভুল হলে সে বানানটির নিচে লাল রঙের দাগ দিয়ে চিহ্নিত করে দেখাবে। এ পদ্ধতিটির ফলে গুগল ডকস এখন থেকে আরও উন্মুক্ত ও বৃহত্তর পরিসরে কাজ করবে। 
ব্যাকরণ মেনে বাক্য রীতি, বানান রীতি ঠিক করা ছাড়াও নতুন পদ্ধতিতে অভিধানে নতুন শব্দ যোগ করার কাজও করবে গুগল ডকস। অনলাইনে বহুল ব্যবহূত অথচ অভিধানের বাইরে থাকা শব্দগুলো গুগল ডকসের অভিধানে যুক্ত হবে। গুগলের এ স্পেল চেকার বা বানান সংশোধন পদ্ধতি এখন কেবল ইংরেজি ভাষার জন্য প্রযোজ্য। তবে শিগগিরই অন্যান্য ভাষার জন্যও এ অভিধান চালু করার কথা জানিয়েছে গুগল।

No comments:

Post a Comment