সোশাল নেটওয়ার্ক জায়ান্ট ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গের ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সম্প্রতি দৈনিক পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, খলিল নামের একজন ফিলিস্তিনি ‘হোয়াইট হ্যাট হ্যাকার’ এ কাজটি করেছে।
সাধারণত হোয়াইট হ্যাকাররা কোনো সাইটের নিরাপত্তা ত্রæটি খুঁজে বের করে তা কর্তৃপক্ষকে জানায়। খলিলও ফেইসবুকে একটি ত্রুটি আবিষ্কার করে। এ ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা যে কোনো ব্যক্তির ফেইসবুক ওয়ালে লেখা বা কন্টেন্ট পোস্ট করতে পারবে। খলিল বিষয়টি ফেইসবুক কর্তৃপক্ষকে জানালেও তারা বিষয়টি আমলে নেয়নি।
পরে খলিল এ ত্রুটির সুযোগ নিয়ে স্বয়ং জাকারবার্গের ফেইসবুক ওয়ালে পোস্ট করে।
খলিল জানিয়েছেন, তিনি এভাবে হ্যাক করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ফেইসবুক কর্তৃপক্ষের কাছে বিষয়টি প্রমাণ করতেই তাকে এ পথ অবলম্বন করতে হয়েছে।
ফেইসবুক অবশেষে এ নিরাপত্তা ত্রুটি সংশোধন করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।