প্রযুক্তিপণ্য নির্মাতা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) নেটওয়ার্কিং ক্ষেত্রে দুর্বলতা শনাক্ত করতে ও সাইবার ঝুঁকি কমাতে নতুন সফটওয়্যার অবমুক্ত করেছে। আইবিএম-এর নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।
কিউ রেডার রিস্ক ম্যানেজারের মাধ্যমে নেটওয়ার্কের ডেটা ট্রাফিক পর্যবেক্ষণ করা যাবে। নতুন সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্ক টপোলজি, সুইচ, রাউটার ও ফায়ারওয়ালের বিভিন্ন অবস্থা সম্পর্কে তথ্য জানা যাবে। কানেকশন ভিজুয়ালাইজেশন টুলস নেটওয়ার্কে সার্চ ট্রাফিকসহ সামগ্রিক ব্যবস্থা পর্যবেক্ষণ করবে। এ ছাড়া ডেটাবেস সিকিউরিটির জন্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার কথা জানিয়েছে আইবিএম।
এতে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ও অ্যাপ্লিকেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিলে সহজেই তা শনাক্ত করতে পারবে কিউ রেডার রিস্ক ম্যানেজার। এতে নেটওয়ার্কিং নিরাপত্তাজনিত ব্যয়ও অনেক কমে আসবে বলে জানিয়েছে আইবিএম।
নেটওয়ার্কিং নিরাপত্তা বিশ্লেষণ ও উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইবিএম প্রথম সারিতে অবস্থান করছে। ১৩০টি দেশে তিন হাজারেরও বেশি সিকিউরিটি পেটেন্ট রয়েছে আইবিএমের। প্রতিদিন ১৫শ’ কোটি সিকিউরিটি ইভেন্ট পর্যবেক্ষণ করে আইবিএম
No comments:
Post a Comment