05 July 2012

৫ম জন্মদিনে অ্যাপল আইফোন


টেক বোদ্ধাদের মতে, একুশ শতকের সবচেয়ে জনপ্রিয় কনজিউমার ইলেকট্রনিক পণ্য অ্যাপল আইফোন। শুরুতে একটি অভিজাত পণ্য হিসেবে বাজারে এলেও ধীরে ধীরে সবধরণের পেশাজীবী মানুষের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এই স্মার্টফোনটি। প্রয়াত টেক গুরু স্টিভ জবসের তত্ত্বাবধানে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি আইভ-এর ডিজাইন করা এই স্মার্টফোনটি গত ৫ বছরে পাল্টে দিয়েছে হ্যান্ডহেল্ড ইলেকট্রনিক গ্যাজেটের চিত্র; শুরু করেছে নতুন এক টেকনোলজি বিপ্লবের।

২০০৭ সালের ২৮ জুন পর্যন্ত বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল ফোন নির্মাতার স্থানটি দখলে ছিলো নোকিয়ার। আর কর্পোরেট অফিসারদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য ইলেকট্রনিক গ্যাজেটের জায়গা করে নিয়েছিলো ব্ল্যাকবেরি। কিন্তু এ সবই পাল্টে যায় ২০০৭ সালের ৩০ জুন অ্যাপল আইফোন বাজারে আসার পর। ৬০০ ডলার দামের আইফোনটি তখন অনেকের কাছেই মনে হয়েছে ধনীদের জন্য তৈরি একটি মোবাইল ফোন মাত্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভুল প্রমাণিত হয়েছে এই ধারণা। এখনও বিশ্বব্যাপী ২০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করছেন আইফোন। কনস্ট্রাকশন সাইটে ইঞ্জিনিয়াররা ব্লু-প্রিন্টে নজর রাখতে ব্যবহার করছেন আইফোন, রোগীদের চিকিৎসায় হাসপিটালে চিকিৎসকদের সঙ্গী হচ্ছে আইফোন, এমনটি বাচ্চাদের মধ্যেও জনপ্রিয় আইফোন। আইফোন বর্তমান হ্যান্ডহেল্ড গ্যাজেট টেকনোলজিকে এতোভাবে বদলে দিয়েছে যা হয়তো শতাব্দীতে একবারই ঘটে।
টাচ স্ক্রিন বিপ্লব
আইফোনের আগেও বাজারে টাচস্ক্রিন ছিলো, কিন্তু টাচ স্ক্রিন বিপ্লব সম্পন্ন করেছে অ্যাপল এই আইফোন দিয়েই। ২০০৭ সালের আগে নিউম্যারিকাল ফুল সাইজ কিবোর্ডে টেক্সট টাইপ করতে করতেই ক্লান্ত হয়ে পড়তেন মোবাইল ফোন ব্যবহারকারী। কিন্তু অ্যাপল নিউম্যারিকাল কিবোর্ড এড়িয়ে বেছে নেয় ফুল টাচ স্ক্রিন কিবোর্ড। রাতারাতি ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধদের মনও জয় করে নেয় অ্যাপলের এই সিম্পল ইউজেবিলিটি। আইফোনের প্রথম মডেলটি নিয়ে টেক বোদ্ধাদের একমাত্র আপত্তিটিও ছিলো এই টাচ স্ক্রিন নিয়ে। ব্ল্যাকবেরির মতো দ্রুত গতিতে আইফোনে টাইপ করা না যাওয়ায় এর সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। কিন্তু বাজারে আসার ৩ মাসের মধ্যেই ১০ লাখের বেশি আইফোন বিক্রি করে টেক বোদ্ধাদের ওই শঙ্কা মিথ্যে প্রমাণ করে অ্যাপল।

এরপর স্পেল চেক সফটওয়্যার, টেক্সট প্রেডিক্টিভ সফটও্যার আর কাট-পেস্ট অপশন দিয়ে হাই স্পিড কিবোর্ডের অভাব মিটিয়েছে আইফোন। আর এখন সিরি ভয়েস অ্যাসিসটেন্ট ফিচারের বদৌলতে ব্যবহারকারীর ভয়েস কমান্ড থেকেই টেক্সট টাইপ করে নিচ্ছে স্মার্টফোনটি। অ্যাপল আইফোন টাচ স্ক্রিনের এই সাফল্যই মূল শক্তি জোগায় টাচ স্ক্রিন মোবাইল ফোন যুগের।
আইওএস ও অ্যাপ স্টোর
টাচ স্ক্রিন মোবাইল ফোনের ব্যবহার ব্যবহারকারীদের কাছে অনেক সহজ করে দিলেও আইফোনের বিশ্বব্যাপী সাফল্যেও মূল রহস্য এটির আইওএস অপারেটিং সিস্টেম এবং অ্যাপল অ্যাপ স্টোর। আইওএস-এর সহজবোধ্যতা আর কম্পিউটিং ক্ষমতা রাতারাতি পার্সোনাল কম্পিউটারের সুযোগ সুবিধা এন দেয় ব্যবহারকারীর হাতের মুঠোয়। আর অ্যাপল অ্যাপ স্টোরের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীদের সুযোগ করে দিয়েছে নিজের প্রয়োজনমতো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করার।

২০০৮ সালে লঞ্চ করার পর থেকে অ্যাপল অ্যাপ স্টোর আইফোন ব্যবহারকারীদের কাছে একরকম অ্যাপ্লিকেশন স্বর্গ হয়ে দাঁড়িয়েছে। সব ধরনের ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথা রেখেই অ্যাপ স্টোরটি তৈরি করে অ্যাপল। দৈনন্দিন জীবনে থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করার মতো অ্যাপ্লিকেশনও রয়েছে অ্যাপল অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরের এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে যেমন সূর্য পর্যবেক্ষণ করা সম্ভব, তেমনি সম্ভব রেস্টুরেন্টের রিজার্ভেসনও। শুধু তাই নয়, এই স্টোরটিতে রয়েছে শপিং লিস্ট সিনক্রোনাইজ করার মতো অ্যাপ্লিকেশন, ক্যাশ রেজিস্টার, মিউজিশিয়ানদের জন্য রয়েছে ড্রাম মেশিনের মতো অ্যাপ্লিকেশন। এমনকি পোষা কুকুর-বেড়ালের জন্যেও রয়েছে পেট ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন। বর্তমানে অ্যাপল অ্যাপ স্টোরে রয়েছে সাড়ে ৬ লাখেরও বেশি অ্যাপ্লিকেশন, যা মধ্যে রয়েছে একদম ফ্রি থেকে শুরু করে ১০০০ ডলারের স্পেশালাইজড বিজনেস অ্যাপ্লিকেশন।
মোশন ও অরিয়েন্টেশেন সেন্সর
আইফোনের সাফল্যের আরেকটি বড় কারণ হচ্ছে, এর মোশন এবং অরিয়েন্টেশেন সেন্সরগুলো। আইফোনের বর্তমান মডেলটিতে রয়েছে অ্যাক্সেলোমিটার, জাইরোস্কোপ এবং কম্পাস। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আইফোনের গেইমস আর অ্যাপ্লিকেশনগুলোর চোখ ধাঁধানো ইফেক্ট তৈরি করতে নির্ভর করেন এই সেন্সরগুলোর ওপর।
পিসি বনাম ম্যাক যুদ্ধে আইফোনের জয়
মাইক্রোসফট পিসি বনাম অ্যাপল ম্যাকিন্টোশ-এর লড়াই চলে আসছে সেই ৮০র দশক থেকে। পিসি ব্যবহারকারীদের অনেকদির ধরেই ম্যাক-এর জগতে টেনে আনার চেষ্টা করে আসছিলো অ্যাপল। পিসি বনাম ম্যাক লড়াই এখনও শেষ না হলেও আইফোন আর আইপ্যাড-এর কারণে অনেকটাই এগিয়ে গেছে অ্যাপল। পিসি ব্যবহারকারীরা সাধারণত অ্যাপলের পণ্যগুলো থেকে দূরত্ব বজায় রেখেই চলতেন। কিন্তু আইফোন বাজারে আসার পর এই স্মার্টফোনটি দিয়েই গত ৫ বছরে অ্যাপল এর জগতে অভিষেক হয়েছে অনেক পিসি ব্যবহারকারীর। অ্যাপল আইফোনের অপারেটিং সিস্টেমের সহজবোধ্যতা, সিম্পল ইউজেবিলিটি আর অ্যাপ স্টোরের কয়েক লাখ ইউজার ফ্্েরন্ডলি অ্যাপ্লিকেশনের প্রেমে পড়ে পিসি ছেড়ে অ্যাপল ভক্তের খাতায় নাম লিখিয়েছেন অগণিত পিসি ব্যবহারকারী।

আইফোন পাল্টে দিয়েছে মোবাইল গেইমিং দুনিয়া
২০০৮ সালে অ্যাপল অ্যাপ স্টোর লঞ্চ হবার আগ পর্যন্ত মোবাইল গেইমিং মানেই ছিলো নিনটেনডো বা সনির পকেট গেইমিং সিস্টেম। শেষ হয়ে এসছে স্ট্যান্ড অ্যালোন মোবাইল গেইমিং ডিভাইসের যুগ। এক অ্যাপল আইফোনের কাঁধে ভর করেই মোবাইল গেইমিং ইন্ডাস্ট্রি পৌঁছে গেছে সাফল্যের নতুন এক চূড়ায়। অ্যাপলের আগে ২০০৩ সালে নোকিয়া সেল ফোন আর মোবাইল গেইমিং ডিভাইসের সংমিশ্রনে তৈরি করেছিলো এন-গেজ গ্যাজেট। সে সময় অনেক টেক বোদ্ধা মোবাইল গেইমিং প্লাটফর্ম প্লাস সেল ফোন ডিভাইসের যুগ শুরু হচ্ছে বললেও মুখ ফিরিয়ে নিয়েছিলো গেইমাররা। কিন্তু সেটা পুরনো কথা, শুধু দৈনন্দিন জীবন বা পেশাগত কাজে ব্যবহার করার জন্য নয়, বরং গেইমিং ডিভাইস হিসেবেও পুরো বিশ্বের গেইমারদের মন জয় করে নিয়েছে আইফোন। গত ৫ বছরে পুরোপুরি পাল্টে দিয়েছে মোবাইল গেইমিংয়ের সংজ্ঞা।
মোবাইল টেকনোলজি ইন্ডাস্ট্রির নতুন যুগ
এমনটা বলাই যায় যে, মোবাইল টেকনোলজির ইতিহাসে ব্ল্যাকবেরি অধ্যায়ের অবসান ঘটিয়েছে আইফোন। কিন্তু এর সঙ্গে সঙ্গে আইফোনের অবদানেই শুরু হয়েছে মোবাইল টেকনোলজি ইতিহাসের নতুন এক অধ্যায়। পুরো মোবাইল ইন্ডাস্ট্রিই বদলে দিয়েছে অ্যাপলের আইফোন। পৃথিবীর সব বড় মোবাইল ফোন নির্মাতাই এখন অনুসরণ করার চেষ্টা করছে অ্যাপল আইফোনের দেখানো পথ। তারপরও আইফোন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছে কোম্পানিগুলো। আইফোনের অনুকরণেই গুগল তৈরি করছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। শেষ পর্যন্ত চির প্রতিদ্ব›দ্বী মাইক্রোসফটও আইফোনের কাছে হার মেনে নিয়েছে উইন্ডোজ ৮ ওএস দিয়ে। এক কথায় বলতে গেলে বিশ্বব্যাপী ইউজার ফ্রেন্ডলি মোবাইল ফোন তৈরির মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে অ্যাপল আইফোন।

অনেক টেক বোদ্ধার মতে, আইফোন আর আইপড টাচই হচ্ছে অ্যাপল আইপ্যাড-এর পেছনের মূল অনুপ্রেরণা। টেক বোদ্ধাদের এই বক্তব্য কতোটা নির্ভরযোগ্য এমন প্রশ্ন করেন অনেকেই। কিন্তু আইপ্যাডের পেছনের মূল অনুপ্রেরণা আইফোন হোক বা না হোক মজার ব্যপার হচ্ছে আইফোনের পর এখন ট্যাবলেট পিসির বাজার দখলে আইপ্যাডের সঙ্গে লড়তে হচ্ছে অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলের মতো কোম্পানিকে।

৩০ জুন ষষ্ঠ বছরে পা দিলো অ্যাপল আইফোন। গত ৫ বছরে আইফোন শুধু মোবাইল টেকনোলজির জগতটি পুরোপুরি পাল্টেই দেয়নি বরং জন্ম দিয়েছে নতুন এক অধ্যায়ের; অ্যাপল ভক্তদের কাছে যা আইফোন কালচার নামে পরিচিত।

26 June 2012

Western Democracies Continue their Attempts to Filter Google

Google has recently disclosed how many takedown notices the company has got from government agencies. The search engine confessed that it has received over 1,000 requests within 6 months from the governments to take down data from its search results or YouTube video.

Google slammed a so-called alarming trend by governments to try and censor the people. The company published its twice-yearly Transparency Report, saying that the above mentioned requests were aimed at having around 12,000 items overall deleted. This figure was 25% more than during the first 6 months of 2011. This means that the government agencies are getting a taste for censorship.

Google’s senior policy analyst admitted they hoped the rise earlier in 2011 had been a one off, but it appeared that it hadn’t. Plenty of the requests were aimed at silencing political speech. The most interesting part is that they came from Western governments, which are not usually associated with filtering.

Although Google didn’t list anything specific, the search engine still said that it was really surprised by the UK and the US spending most of their time trying to censor websites. The United States was said to be especially bad. The company complained that police prosecutors, courts and other agencies submitted almost 200 requests within the last 6 months of 2011, which doubles the number of the requests submitted in the first 6 months.

Meanwhile, Spain asked Google to take down 270 links to blogs and newspaper articles which criticized public figures, the list including mayors and public prosecutors. However, the search giant said no to that one. In response, a couple months ago the highest court of the country asked the European Court of Justice to find out whether the requests submitted by citizens to removed the links were lawful.

The company admits that in some countries it has no choice but to comply with these requests, because some types of political speech are against the law there. For instance, in Germany Google removed videos from YouTube with Nazi references as those were banned. Another example is Thailand videos that feature the monarch with a seat over his head – they were also removed for being insulting.

Finally, one takedown request came from Canada, where the company was asked by the authorities to remove a YouTube video featuring a citizen having a nintendo on his passport and flushing it down the loo. The search giant said no to this one as well.

Julian Assange Hides in Embassy






WikiLeaks founder seems to have broken his bail conditions and ran to Ecuador’s embassy in London to ask for asylum. In other words, he didn’t actually care about people who raised £200,000 bail for him and legged it when he had the opportunity.

Julian Assange is currently trying to avoid extradition to Sweden over sex crime accusations. He believes that if he is extradited there, the Swedes will hand him over to the United States, where he will face spying charges. Meanwhile, Ecuadorian Foreign Minister announced that his country would weigh the request from Assange. WikiLeaks founder has been fighting extradition to Sweden for a year and a half. He was accused of rape and sexual assault by his two female former volunteers.

It is clear why Assange picked Ecuador – this country has a leftist and anti-Washington president. While Julian might miff the US over the move, he has also embarrassed the UK government and may well have caused his wealthy backers to lose their bail money. In addition, the risk remains that Ecuador might not want to help him – the country invited WikiLeaks founder a few years ago to seek residency, but then it quickly backed away from the proposal, accusing Assange of breaking American laws.

Today Ecuador claims that Julian’s application for protective asylum shouldn’t be regarded as the Government of Ecuador interfering in the judicial processes of either the UK or Sweden.

Although Ecuador has an extradition treaty with the United States, it doesn’t cover political charges, so the country has to satisfy itself that the charges against WikiLeaks founder are political rather than criminal. However, this might appear not that easy, because Assange hasn’t been charged with a political crime. Meanwhile, Assange moaned that his native country of Australia had refused to defend him, though the country promised to continue assisting Assange, since it opposed any extradition of its citizens on charges which carry the death penalty.

WikiLeaks founder fears extradition to the United States, where espionage and treason are punished with the death penalty, while Sweden doesn’t have the death penalty. Moreover, neither Sweden nor the US has even charged him with treason or spying.

As for the attorney of the plaintiffs, Assange’s latest move was no surprise for him, but he expected Ecuador to reject the request.

21 June 2012

China Attacked Top American Sites

Insecurity experts have recently detected a series of attacks coming from China and targeting SCADA security organizations, schools and defense contractors. The attacks in question used customized malicious files to entice targeted individuals into running them. Besides, the intruders also used a series of hacked servers working as command-and-control points.

The experts point out that both tactics and instruments used by the attackers show that they are most likely located in China. Digitalbond was targeted first – an outfit providing security services for ICS systems. Then the others followed a similar pattern.

The attack usually started with a spear phishing email sent to the workers of the targeted organization with PDF attachment enclosed. The attachment, when opened, installed a Trojan downloader named spoolsvr.exe. The latter connected to a C&C server at hxxp://hint.happyforever.com to download instructions and a payload from there. It also loaded another file, called tanghi.exe, which can’t be recognized by many anti-malware products. It plays the role of a remote access instrument, which provides the hacker a persistent presence on the infected machine.

Insecurity experts confirm that the users at Carnegie Mellon University, Purdue University and the University of Rhode Island have been targeted by the attackers. Aside from the universities, defense contractors were also targeted, including Chertoff Group, a consultancy governed by an ex-secretary of Homeland Security Michael Chertoff, and NJVC.

The experts say that the current approach is similar to the Shady Rat attacks, first revealed by McAfee a year ago, and might be the same people. Today the attacks aren’t random – instead, it seems that the targets are selected with care.

20 June 2012

১ কোটি ডলার জরিমানা দিলো ফেইসবুক

৫ ইউজারের করা মামলায় ১ কোটি ডলার জরিমানা দিলো সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক। সোশাল অ্যাডের মাধ্যমে সদস্যদের অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্য রক্ষার অধিকার খণ্ডন করায় মামলাটি করেছিলেন ফেইসবুকের ওই ৫ ইউজার। মামলায় হেরে এখন ১ কোটি ডলার জরিমানা দিতে হচ্ছে সোশাল নেটওয়ার্কিং সাইটটিকে। জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে এই ১ কোটি ডলারের পুরোটাই। খবর বিবিসির।

ফেইসবুকে ওই সোশাল অ্যাডগুলো ‘স্পনসর্ড স্টোরি’ হিসেবে পরিচিত। আর বিজ্ঞাপনগুলোতে ‘লাইক’ করলেই ব্যবহারকারীর ফেইসবুক বন্ধুদের পেইজে পপআপ হিসেবে দেখা যেতো।

গত বছরের ডিসেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার স্যান হোজের ফেডারেল কোর্টে ওয়েবসাইটটিতে সোশাল অ্যাডের যথেচ্ছ ব্যবহারের বিরুদ্ধে মামলা করেন ফেইসবুকেরই ৫ ব্যবহারকারী। সম্প্রতি মামলাটির রায়ে ওই ৫ সদস্যের দাবির পক্ষে রায় দিয়ে ফেইসবুককে ১ কোটি ডলার জরিমানা করে বসে আদালত।

মামলার শুনানিতে এই ধরনের বিজ্ঞাপনকে ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ‘হোলি গ্রেইল অফ অ্যাডভার্টাইজিং’ বলে দাবি করলেও তার এই দাবি আমলে নেয়নি আদালত। মামলার রায়ে জজ লুসি কোহ বলেন, ‘কারো ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ নিয়ে কোনো তথ্য তার অনুমতি ছাড়া ব্যবহার করা ক্যালিফোর্নিয়ার আইন বিরোধী।’

তবে এ মামলাটির নিষ্পত্তি হলেও আরো বেশ কয়েকটি মামলায় আদালতে লড়ছে ফেইসবুক। শেয়ার মার্কেটে অভিষেকের কিছুদিন পরই জুকারবার্গ এবং ফেইসবুক তাদের সর্বশেষ অর্থনৈতিক তথ্য গোপন করছে এই দাবিতে মামলা করেন শেয়ারহোল্ডাররা। অন্যদিকে ফেইসবুক অনুমতি ছাড়াই ১০টি পেটেন্টের অপব্যবহার করেছে এই অভিযোগে মামলা করেছে আরেক ইন্টারনেট জায়ান্ট ইয়াহু।

Microsoft Apologized for Bad Lyrics

Software giant Microsoft had to say sorry to Norwegian developers who were apparently shocked at the company’s presentation which included dancing girls and obscene song lyrics.

A video of the routine, which was presented at the Norwegian Developers Conference in the country’s capital in order to promote new advances in Azure cloud computing platform, went viral. Apparently, Microsoft decided that before the conference participants get into technical details about the computing system it would be a great idea to warm the crowd up with a couple of dancers and house music.

However, the song’s lyrics that appeared on the screen were so bad that Coldplay could look Shakespearean by comparison. No-one will ever forget the epic line: “The words MICRO and SOFT don't apply to my penis”!

The press reports show that the developers weren’t amused, and hurried to turn to Twitter. One of the programmers wrote “For those not here, we had flashing disco lights, bad lyrics about penis, disco beats and dancing azure girls, so cringeworthy”. Another one tweeted: “This music thing is probably the most embarrassing I’ve ever seen and heard”. Apparently, both of them have never seen an Apple Store team chant…

Meanwhile, the YouTube posting of the Norwegian Developer’s Conference had a Volish statement underneath claiming that the event included a skit with inappropriate and offensive elements and vulgar language. Now the software giant’s top spinners are busy looking into the whole issue of semi-naked dancing girls and foul language. Perhaps, the entire incident just reminded them of one of their sales briefings. In the meantime, the experts are looking forward to the next Microsoft presentation, trying to guess what they will see there.

Skype is Ruined by Advertisements


It seems that the popular P2P calls are no longer free, with the services offered by Skype being plagued by huge display adverts. The company is now bringing in the feature known as “Conversation Ads”, which will pop up within the calling window when you are talking to someone. Perhaps, the Skype marketing department believes that the users will see the ads and start talking about their content to the caller.

Actually, it’s something that advertising people always believe in – that their product is so good that the consumers will want to talk about it. However, in reality the callers will be swearing at the ad.

Skype admitted that the advertisements will be targeted at the consumers based on their location, gender and age. The representatives of the company explained that on a 1:1 audio call, the callers will see material that could spark additional topics of conversation, relevant to the users, as well as “highlight unique and local brand experiences”.

Apparently, people have nothing better to do in a consumption-based capitalism other than discussing the goods randomly flashed on their screens. Meanwhile, Skype marketing department believes that the advertising is a great way for the company to create interactivity between the users’ circle of friends and family and the brands they care about.

The experts suspect that the advertisements won’t be small as well, promising the display ads to be just as big as the picture of someone you are trying to talk to. Another hint the observers have made is that the adverts will pop up during Skype-to-Skype audio calls for Windows users. Nevertheless, only those will be affected who don’t have Skype Credit or subscriptions.

The company claims that there won’t be any degradation of the call quality and that the advertisements will be silent and non-expanding. In addition, the most discontent Skype users will be allowed to opt out of personalized advertisements, though it is a bit tricky to do. If you are one of them, then go to the Privacy menu in Tools and choose Options of Skype for Windows OS. Although you will still get advertisements, those will relate only to your location rather than hit your personal information.

Added: Tuesday, June 19th, 2012
Category: Recent Headlines Involving File Sharing > Ridiculous Criminal Trials
Tags:ETp2pTorrentPiracyPeer To PeerNetworkHackersInternet,BitTorrentGoogleutorrentbitcometextratorrent2010,www.extrattorrent.com

An American federal grand jury in Los Angeles believes that British justice won’t be enough for a 20-year-old hacker. A Grand jury has indicted Ryan Cleary on charges connected with the numerous attacks by the LulzSec hacktivists, whose victims were the Fox and PBS television networks, as well as Sony’s movie and TV studio.

Now the guy is awaiting prosecution over similar charges in his motherland, the UK. However, the America is worried that he won’t have to suffer from one of its backward trillion year prison sentences, while in the United States he could be locked up for 25 years.

The Grand Jury is the first step to get Cleary to the United States where he would face the music for crimes he’s done over the pond. Ryan is accused of using botnets in order to steal confidential data, deface websites, and attack servers.

The Feds told the press that the UK man is an experienced hacker, who was controlling his own botnet, using various sophisticated methods. Meanwhile, Ryan’s broad geographic scope affected a lot of organizations and individuals.

The charges of the United States are based on the evidence of a super-grass Hector Xavier Monsegur. The latter pleaded guilty to hacking-related charges and disclosed the FBI information on his fellow hackers. The FBI has released an indictment saying that Ryan Cleary and his unnamed accomplices have hacked into the web systems of News Corp (this one is really ironic), as well as of Sony Pictures Entertainment, where they stole confidential user data. Aside from this, Cleary is also charged with defacing the PBS site and starting DDoS attacks against one of the online gaming sites and UK’s Serious Organized Crime Agency.

However, nobody can explain why exactly Ryan should be charged in an American court with hacking a UK website. The matter is that Cleary is already charged with that in the United Kingdom, so being punished twice for the same offence would be very unfair.

As for the FBI, they magnanimously admitted that the authorities of the United States would “allow the prosecution to take its course” against the hacker overseas prior to deciding whether to seek his extradition to the US. The experts guess that anything less than a British hanging is the request of the US for Cleary to be extradited. 

UK Privacy Outfits Opposed Communications Bill


UK government’s justification of the Communications Bill seems to have angered privacy groups. They claim that the plans will tarnish everyone with the same “guilty” brush.

Theresa May is expected today to push ahead with a draft of the legislation, which suggests to allow police access to people’s social networking and online activity, including emails, gaming and P2P phone calls. When outlining plans to store this data for a year, the Home Secretary claimed that it was necessary to help keep up and target criminals like terrorists and sex offenders.

Nevertheless, privacy groups explained that the legislation in question could violate human rights and tarnish everyone in the United Kingdom with the same “guilty” brush. The Open Rights Group believes that more consideration is necessary to make sure that the law is in line with human rights. As a result, the law could be challenged in a human rights court and pushed back in order to protect the public.

The matter is that the authorities will be able to reveal the identities of whistleblowers, celebrities and journalists. Since it will all be through police will, the industry could be moving into very dangerous territory.

Meanwhile, the privacy campaign outfit Big Brother Watch shared the same concerns, saying that in our free society innocent people shouldn’t justify why the authorities can’t spy on them. In fact, the proposed legislation goes against the Coalition Agreement and Conservative pre-election policy. Moreover, it is called basically illiberal, intrusive and unable to improve national security.

Privacy International points out that in the United Kingdom, the industries have historically operated under the presumption that the authorities had no business peering into the lives of people unless there was good reason to do so. Now, the Communications Bill would reverse that presumption and change the relationship between people and authorities.

Thus far, police and security services are able to access details of online visits and other communications information only if it’s stored by phone or web companies. But the suggested legislation will provide automatic access to the police and many other agencies, including NHS trusts and the Environment Agency. All of them will be able to make a case before Parliament if they want to access this data.

17 June 2012

চলে যাচ্ছেন ফেইসবুকের প্রযুক্তি প্রধান




বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের প্রযুক্তি বিষয়ক প্রধান ব্রিট টেইলর জানিয়েছেন, আসছে সপ্তায় তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।

নতুন একটি কোম্পানির কাজ শুরু করার জন্যই তিনি ফেইসবুক ছাড়ছেন বলে বিবিসি জানিয়েছে।

ফেইসবুক ছেড়ে যাওয়া প্রসেঙ্গ টেইলর বলেন, “চলে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু নতুন একটি প্রতিষ্ঠান (কোম্পানি) শুরু করার বিষয়ে আমি ভীষণ রোমাঞ্চিত হয়ে আছি।”

তিনি আরো বলেন, “এ ধরনের প্রন্থান কখনোই খুব সহজ নয়। কিন্তু আমি এই দল (ফেইসবুক) এবং তার নেতৃত্বের বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী।”

টেইলরের চলে যাওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেছেন, টেইলরের সঙ্গে কাজ করা অত্যন্ত আনন্দের অভিজ্ঞতা যা তিনি উপভোগ করেছেন।

ফেইসবুকের জন্য টেইলর ও তার দল যে অবদান রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তাদের জন্য গর্ববোধ করার কথাও ব্যক্ত করেছেন জুকারবার্গ।

গত মাসে ফেইসবুক তার কোম্পানির শেয়ার ছাড়ে নাসদাক পুঁজিবাজারে। এতে করে কোম্পানিটির অনেক কর্মকর্তাই রাতারাতি মিলিয়নিয়ারে পরিণত হয়েছেন। তখন পর্যবেক্ষকেরা ধারণা করেছিলেন, কেউ না কেউ বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাবেন।

কিছু দিনের মধ্যেই ফেইসবুকের শেয়ারে পতন হয়। ৩৮ ডলারে বাজারে শেয়ার ছাড়ার পর এর বর্তমান মূল্য শেয়ার প্রতি ৩০ ডলারে নেমে এসেছে।