19 May 2013

দিনে ৫০ কোটিবার 'মাথা চুলকায়' গুগল!


রতিদিন গড়ে প্রায় ৫০ কোটিবার ‘মাথা চুলকায়’ গুগলের সার্চ ইঞ্জিন। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, প্রতিষ্ঠার ১৫ বছর পরেও গুগল সার্চ ইঞ্জিনের ওই দৈনিক বিপাকে পড়ার খবর নিশ্চিত করেছেন সার্চ ইঞ্জিনটির লিড ডিজাইনার জন ওয়াইলি।

সার্চ ইঞ্জিন হিসেবে গুগল যতই শক্তিশালী হোক না কেন, প্রতিদিন তাকে এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, মাথা চুলকিয়েও সঠিক উত্তর দিতে হিমশিম খায়। ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গুগল সার্চ ইঞ্জিনের প্রতিদিনকার এই বিপাকের খবর জানান ওয়াইলি। এই সমস্যা সমাধান করাটাও যে অতি জরুরি, তাও স্বীকার করেন তিনি।

প্রতিমাসে ১০ হাজার কোটিবার বিভিন্ন বিষয়ে গুগলে অনুসন্ধান চালান সারাবিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের ওই অনুসন্ধানে সঠিক তথ্য সরবরাহ করতে প্রতিদিন ২ হাজার কোটি ওয়েবসাইট থেকে নতুন তথ্য সংগ্রহের চেষ্টা করে গুগল।

এই বিপুল তথ্যের মধ্যে প্রতিদিন প্রায় ৫০ কোটি অনুসন্ধানে সঠিক জবাব দিতে হিমশিম খায় গুগলের সার্চ ইঞ্জিনটি। এ সংখ্যা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের দৈনিক অনুসন্ধানের ১৫ শতাংশ।

No comments:

Post a Comment