৭ মে পেস্টবিনে লেখা এক মেসেজের মাধ্যমে ‘অপারেশন ইউএসএ’র ঘোষণা দেয় অ্যানোনিমাস। মার্কিন ড্রোন হামলায় নিরস্ত্র মানুষের হতাহতের ঘটনায় ওবামা সরকারকে দোষারোপ করে হ্যাকারদের সংগঠনটি।
অপারেশন ইউএসএ-তে ডিএনএস আক্রমণ, ডিডিওএস আক্রমণ, অ্যাডমিন টেকওভার, ডেটাবেইজ লিক এবং বিভিন্ন সাইটের দখল নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সাইবার ম্যাপ থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছে অ্যানোনিমাস। সাইবার অভিযানের প্রথম পর্যায়ে দেশটির শীর্ষস্থানীয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আক্রমণের শিকার হবে এমনটাই ইঙ্গিত দিয়েছে অ্যানোনিমাস।
এদিকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার একদল হ্যাকার যুক্তরাষ্ট্রের উপর সাইবার আক্রমণ চালাতে প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। তবে ওই সাইবার আক্রমণ বড় ধরনের কোনো প্রভাব ফেলতে পারবে না; বরং সাময়িক সময়ের জন্য জনগণের ভোগান্তির কারণ হতে পারে বলেই মন্তব্য করেছে হোমল্যান্ড সিকিউরিটি।
সর্বশেষ উত্তর কোরিয়ায় সাইবার আক্রমণ চালিয়ে খবরের শিরোনাম হয়েছিল অ্যানোনিমাস। হ্যাকারদের সংগঠনটির ইতিহাসে ওই সময়ে উত্তর কোরিয়াকে সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে অভিহিত করেছিল প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলো। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সাইবার যুদ্ধ ঘোষণা করে সে পরিস্থিতি পাল্টে দিয়েছে অ্যানোনিমাস।
এফবিআই, নাসা এবং ন্যাটোর মতো মার্কিন সরকারের নিয়ন্ত্রাণাধীন অথবা মার্কিন সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, এমন বিভিন্ন সংগঠনকে সাইবার আক্রমণের হুমকি দিচ্ছে অ্যানোনিমাস। এ তালিকায় রয়েছে ব্যাংক অফ আমেরিকা, চেজ ব্যাংক, সিটি ব্যাংক, ওয়েলস অ্যান্ড ফার্গো এবং ক্যাপিটাল ওয়ানের মতো শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান।
No comments:
Post a Comment