25 April 2013

রাসবেরি পাই দিয়ে তৈরি হল অল্পদামের পিসি


প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘আর্দুইনো উনো’ প্রায় এক দশক ধরে তৈরি করছে নানারকম প্রযুক্তি সামগ্রী। এবার প্রতিষ্ঠানটি ‘রাসবেরি পাই’ নামের ক্রেডিট কার্ড আকৃতির কম্পিউটার ব্যবহার করে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে কমদামি এবং ছোট পার্সোনাল কম্পিউটার। সম্পূর্ণ অপারেটিং সিস্টেমও চলবে কম্পিউটারটিতে। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, কম্পিউটারটির দাম পড়বে ১০০ ডলার।

নতুন এ কম্পিউটার প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘উড্ডো’। আর এর অপারেটিং সিস্টেম হিসেবে বেছে নেওয়া হয়েছে লিনাক্সকে। নির্মাতারা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ব্যবহার করেও চালানো যাবে এ ‘মিনি পিসি’। প্রতিষ্ঠানটির এক উর্দ্ধতন কর্মকর্তা জানান, তারা আর্দুইনো উনো এবং রাসবেরি পাইয়ের কাজকে একটি বোর্ডে সমন্বয় করার চেষ্টা করেছেন।

পণ্যটির নির্মাতারা আরও দাবি করছেন, তাদের নতুন নির্মিত এ বোর্ডটি চারটি রাসবেরি পাইয়ের ক্ষমতা ধারণ করবে। তারা আরও জানান, ‘উড্ডো’ নামের এ মিনি পিসিটি ট্যাবলেট, টাচস্ক্রিন এবং অন্যান্য সেন্সরের সঙ্গে সংযুক্ত করা যাবে।

তারা জানিয়েছেন, পণ্যটির মাধ্যমে তৈরি করা যাবে নতুন প্রকল্প, যা পরিচিতদের সঙ্গে শেয়ার করার সুযোগও থাকবে।

No comments:

Post a Comment