24 April 2012

আসছে অ্যাডোবি সিএস সিক্স


সম্প্রতি ভিজুয়াল কনটেন্ট সফটওয়্যার জায়ান্ট অ্যাডোবি জানিয়েছে, শিগগিরই তাদের বহুল ব্যবহৃত ক্রিয়েটিভ সুটের পরবর্তী সংস্করণ সিএস৬ বাজারে আসছে। খবর ইয়াহু নিউজ-এর।

অ্যাডোবির এই ক্রিয়েটিভ সুটে রয়েছে ভিডিও সম্পাদনা, ছবি সম্পাদনা, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যার যা দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলে বিবেচিত। তবে নতুন এই সুট একটু অন্যভাবে বিক্রির পরিকল্পনা করছে অ্যাডোবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একেবারে সফটওয়্যার বিক্রির পরিবর্তে মাসিক গ্রাহক ফি হিসেবে ক্রিয়েটিভ সুট দেয়া হবে। ব্যবহারকারীরা এক বছরের জন্য গ্রাহক হলে মাসিক ফি পড়বে ৫০ ডলার। এর মাধ্যমে একজন গ্রাহক অ্যাডোবির বিভিন্ন প্রোডাক্ট ডাউনলোড করতে পারবেন।

বাড়তি সুবিধা হিসেবে থাকছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সুবিধা যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সব প্রজেক্ট ফাইল ক্লাউডে তথা ইন্টারনেটেই রাখতে পারবেন। এই পদ্ধতিতে শুরুতেই শত শত ডলার খরচ না করে প্রথমে প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাওয়ার সুবিধা পাবেন নতুন ব্যবহারকারীরা। তবে ক্লাউড সেবা বাদ দিয়ে কেবল সফটওয়্যারটি পাওয়া যাবে কি না সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

No comments:

Post a Comment