29 April 2012

নকিয়াকে টপকে শীর্ষে স্যামসাং


সম্প্রতি স্ট্র্যাটিজি অ্যানালিটিক্স জানিয়েছে, প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন বিক্রি করে নকিয়াকে টপকে গেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং। খবর রয়টার্স-এর।

সূত্র জানিয়েছে, নকিয়া টানা ১৪ বছর শীর্ষস্থানীয় হ্যান্ডসেট প্রস্তুতকারকের স্থানে থাকলেও সম্প্রতি স্যামসাং ওই স্থানটি দখল করে নিয়েছে। গত তিন মাসের হিসেবে স্যামসাং মোবাইল বিক্রি হয়েছে ৯ কোটিরও বেশি। এতে পুরো বিশ্বের মোবাইল ফোন মার্কেটের ২৫.৪ শতাংশই চলে গেছে স্যামসাং-এর হাতে।

অন্যদিকে এই সময়ে নকিয়া বিক্রি করেছে ৮ কোটির কিছু বেশি মোবাইল ফোন। তাদের শেয়ার ছিল ২২.৫ শতাংশ। একইসঙ্গে গ্লোবাল মোবাইল ফোন মার্কেটে অ্যাপলের শেয়ার ৯.৫ শতাংশ বলে জানিয়েছে স্ট্র্যাটিজি অ্যানালিটিক্স।

No comments:

Post a Comment