25 April 2012

পুরো তেল ক্ষেত্র ইন্টারনেট বিচ্ছিন্ন করে দিল ইরান


সম্প্রতি জানা গেছে, ইরানের তেল বিষয়ক মন্ত্রণালয়ের পুরো কম্পিউটার নেটওয়ার্ক হ্যাকারদের আক্রমণের মুখে পড়েছে। এতে করে, নিরাপত্তার স্বার্থে দেশটির প্রধান তেল রপ্তানির টার্মিনাল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। খবর ইয়াহু নিউজের।

সূত্র মতে, প্রথমে সাইবার আক্রমণের ফলে কিছু তথ্য আক্রান্ত হলেও মন্ত্রণালয় তা পুনরুদ্ধার করে নেয়। এ ছাড়াও তাৎক্ষণিকভাবে তেল সংক্রান্ত কাজকর্মে কোনো আক্রমণ করা হয়নি বলেও জানানো হয়।

কিন্তু শেষ পর্যন্ত খার্গ আইল্যান্ড অয়েল টার্মিনালসহ মন্ত্রণালয় ও তেল বিষয়ক বেশকিছু গুরুত্বপূর্ণ অফিস ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া হয়। কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভাইরাসের ফলেই নিরাপত্তার স্বার্থে এসব অফিসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে বহুদিন ধরেই তারা প্রযুক্তিগত যুদ্ধে জড়িত।

No comments:

Post a Comment