25 August 2011

১৩ বছরের কিশোরের বৃক্ষাকৃতি সৌর প্যানেল

সৌর প্যানেল সব সময় সমতল হতে হবে এমন কোনো কথা নেই। সম্প্রতি গাছ আকৃতির সৌর প্যানেল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ১৩ বছর বয়সী এক মার্কিন কিশোর। তিনি গাছের ডালের মতো করে একটি সৌর প্যানেল তৈরি করেছেন যা সমতল প্যানেলের চাইতে দ্বিগুণ আলো সংগ্রহ করতে পারে। খবর সিনেট-এর।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইডান ড্রয়ার নামের ৭ গ্রেডের এক শিক্ষার্থী পিভিসি পাইকে গাছের ডালের আকৃতি দিয়ে এ সোলার প্যানেল তৈরি করেছেন।ড্রয়ার জানিয়েছেন, ‘আমি প্রথমে খেয়াল করেছিলাম গাছের ডাল ফিবোনাচ্চি সংখ্যাক্রম মেনে চলে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্যই গাছের ডালগুলো এ সংখ্যা মেনে চলে। আর এ বিষয়টি বুঝতে পেরেই আমি একটি সমতল সোলার প্যানেল এবং গাছের আকৃতির সোলার প্যানেল তৈরি করেছিলাম। সেখানে এক বছরের আলো সংগ্রহের হিসেবে সমতল প্যানেলকে পেছনে ফেলেছে গাছের আকৃতির এ প্যানেল।’সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, আইডান ড্রয়ার তার এ উদ্ভাবন বিষয়ে একটি গবেষণা পত্রও লিখেছে। তার লেখাটি আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি ইয়াং ন্যাচারালিস্ট অ্যাওয়ার্ড জিতেছে।জানা গেছে, নিজের উদ্ভাবিত সৌর প্যানেলের জন্য পেটেন্ট আবেদনও করেছেন ড্রয়ার।

No comments:

Post a Comment