টেক জায়ান্ট অ্যাপল কর্তৃপক্ষ জনপ্রিয়তার ভিত্তিতে আইটিউনস স্টোর থেকে অ্যাপস ডানউলোডের একটি তালিকা করেছে। সে তালিকায় অ্যাপ্লিকেশন অফ দ্য ইয়ারের মর্যাদা পেয়েছে ফটোগ্রাফির অ্যাপ্লিকেশন ‘ইনস্ট্রগ্রাম’। খবর এমএসএনবিসি-এর।‘রিউইয়ান্ড ২০১১’ নামের ওই তালিকায় গেম অফ দ্য ইয়ার ট্রফি জিতেছে ‘টাইনি টাওয়ার’ গেমটি। র্যাপিড ক্যাটেগরিতে সেরা অবস্থানে ‘অ্যাংরি বার্ড’ আর ফ্রি ক্যাটেগরিতে সেরা অ্যাপ্লিকেশন হিসেবে নির্বাচিত হয়েছে আইওএস ফেসবুক।
Up coming Technologies, new technologies, information desk on new IT products, adopt procedures of Information Management Systems(IMS) in the Globe, a big Horizon of a country with a shortest possible time by made Development in IT sectors, In-spite of burden huge manpower can bring bless for a developing countries one & only when IT sector BooM !?! also latest news & activities of ITU, APT, TRI, BTRC etc..
12 December 2011
পরবর্তী সুপার অ্যান্ড্রয়েড ফোন হবে সনি এরিকসন
বিভিন্ন প্রযুক্তিসাইটে গুজব ছড়িয়ে পড়েছে, পরবর্তী অ্যান্ড্রয়েডচালিত সুপারফোনটির ব্র্যান্ড হতে যাচ্ছে সনি এরিকসন। খবর সিনেট-এর।
আইসক্রিম স্যান্ডউইচচালিত এ সুপারফোনটির নাম হতে পারে ‘সনি এরিকসন অ্যাট্রিক্স ব্লাক জেড প্লাস প্রাইম’। দশাসই এ নামের কারনে সনি এরিকসনের এ মোবাইলটিকে এখনই বলা হচ্ছে ‘আমেরিকার গ্লাডিয়েটর’।
অ্যান্ড্রয়েড ফোন নেম জেনারেটর নামের একটি প্রযুক্তিসাইট পরবর্তী অ্যান্ড্রয়েড ফোনটির নাম আগেই ধারণা করে হৈচৈ ফেলে দিয়েছে।
07 December 2011
$100 tablet now shipping with Android 4.0
(Credit: Ainol Electronics)
Move over, Kindle Fire. Google's Ice Cream Sandwich operating system has landed on a $100 tablet now shipping in China. The 7-inch tablet is also bound for the U.S. market.
U.S.-based MIPS Technologies and Ingenic Semiconductor, a China-based mobile chip provider, announced worldwide availability of the "world's first tablet" based on Android 4.0, aka Ice Cream Sandwich.
"I'm thrilled to see the entrance of MIPS-Based Android 4.0 tablets into the market. Low cost, high performance tablets are a big win for mobile consumers and a strong illustration of how Android's openness drives innovation and competition for the benefit of consumers around the world," Andy Rubin, senior vice president of mobile at Google, said in a statement.
The tablet is available in China and online through Ainol Electronics and will be available in the U.S. and other geographies within the next several months under brands from companies including Leader International and OMG Electronics.
Larger 8- and 9-inch form factors will be available soon.
Salient specs include Ingenic's MIPS-based JZ4770 processor running at 1GHz, graphics based on a Vivante GC860 graphics processing unit, 1080p video decoding, dual front/rear cameras, a 7-inch capacitive multi-touch screen, WiFi, and USB 2.0, HDMI 1.3 and microSD ports.
30 November 2011
ইউরোপে বন্ধ হতে পারে ফেসবুক
লন্ডন, ২৮ নভেম্বর: নতুন বছরেই ইউরোপে বন্ধ করে দেয়া হতে পারে জনপ্রিয় সামাজিক নেটোয়ার্ক ফেসবুক। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং এসব তথ্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর কাছে বিক্রির অভিযোগে এমন কঠোর সিদ্ধান্ত নিতে পারে ইউরোপীয় কমিশন।
ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ভিভিয়ানা রিডিং-এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দি সানডে টেলিগ্রাফ।
সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটের আড়ালে ফেসবুক’র ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে অভিযোগ করে ভিভিয়ানা রিডিং বলেন, “এর মাধ্যমে ব্যাবহারকারীর রাজনৈতিক মতাদর্শ, যৌনতা, ধর্মীয় বিশ্বাস এমনকি তার অবস্থান সম্পর্কিত তথ্যও পাচার করা হয়।”
তিনি আরো বলেন, “অত্যন্ত সূক্ষ্ম একটি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ফেসবুক এই কাজটি করছে। আর ওই সফটওয়্যারের কারেণই এর ইন্ডিভিজ্যুয়াল প্রাইভেট সেটিংয়ে থাকা গোপনীয় বা ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপন সংস্থাগুলো সহজেই পেয়ে যাচ্ছে। আর এ অবস্থা থেকে উত্তরণের জন্য তথ্য পাচারের পথটিই বন্ধ করে দেয়ার পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন।”
এ সমস্যা সমাধানে ফেসবুক যদি কোনো উদ্যোগ না নেয় তবে এটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ কিংবা পুরোপুরি বন্ধ করে দেয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন ইইউ ভাইস প্রেসিডেন্ট।
তবে ইউরোপীয় কমিশনের এ অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক’র জনৈক মুখপাত্র জানান, ফেসবুক তার ইউজারদের কোনো তথ্য তৃতীয় পক্ষের কাছে পাচার করে না। এটা করে থাকলে ব্যবহারকারী নিজেই করতে পারেন। ফেসবুক কর্তৃপক্ষের এ ক্ষেত্রে কোনো হাত নেই।
29 November 2011
প্রয়োজনীয় বাংলাদেশি ওয়েবসাইট এর লিংক || SOME IMPORTANT BANGLADESHI WEBSITES LINK
প্রতিদিন আমরা আমাদের দেশের নানা ওয়েবসাইট ভিজিট করি ।কিন্তু সঠিক সাইট এর ঠিকানা না জানার কারণে অনেক সময় প্রয়োজনীয় তথ্যাদি থেকে বঞ্চিত হতে হয়। এই জন্য এখানে প্রয়োজনীয় কিছু বাংলাদেশি সাইট এর লিস্ট শেয়ার করা হলো-
সরকারি ওয়েব সাইট'র পোর্টালঃ
পাসপোর্ট সংক্রান্ত তথ্য
হজ্জ্ব সংক্রান্ত তথ্য
ব্যবসা সংক্রান্ত তথ্য
বাংলাদেশ ট্যুরিজম ও পর্যটন
ইন্সুরেন্স
http://www.paramountgroupbd.com/insurence.htm
http://www.cilbd.com/
http://www.pragatiinsurance.com/
http://www.green-delta.com/
http://www.janatainsurance.com/Default.htm
http://www.primeislamilifebd.com/
http://www.meghnalife.com/
http://www.cityinsurance.com.bd/ipo/index.htm
http://www.sonarbanglains.com/
http://filicbd.com/contact.htm
কিডস
http://www.fantasy-kingdom.net.bd/
http://www.babynames.com/
http://www.alfy.com/
http://www.sikids.com/
http://www.wicked4kids.com/
http://www.kidlink.org/
http://www.earlychildhood.com/
http://www.cyberkids.com/
http://www.child.net/
http://www.disney.com/
http://www.yahooligans.com/
মোবাইল কোম্পানি
http://www.grameenphone.com/
http://www.waridtel.com.bd/
http://www.aktel.com/
http://www.citycell.com/
http://www.teletalk.com.bd/
http://www.banglalinkgsm.com/
http://www.rankstel.com/
http://www.bayphones.com/
http://www.onetelbd.com/
http://www.telecombangladesh.com/
http://www.djuice.com.bd/
http://www.nationalphone.net/
মেডিকেল কলেজ
http://www.bsmmu.org/
http://www.cbmcbmymensingh.com/
http://www.hfrcmc.org/
http://www.sikderhospital.com/
http://www.afmcbd.com/
http://www.mmc-edu.org/
http://www.swmc.edu.bd/
http://www.pharmadu.net/
http://www.tmmch.com/
http://www.nimch.com.bd/
http://www.shahabuddinmedical.org/
http://www.nemc.edu.bd/
http://www.ssmc.edu/
http://www.bmc-bd.org/
http://www.jrrmc.edu.bd/
http://www.magosmanimedical.com/
http://www.bims-bd.com/
http://www.sapporodentalcollege.com/
http://www.rmc.ac.bd/
http://www.bcpsbd.org/
বাংলাদেশ ডিজেস্টার ম্যানেজমেন্ট বূর্যো এর ওয়েব ঠিকানাঃ
http://www.dmb.gov.bd/tele.html
জাতীয় ক্যালেন্ডার ২০১২
http://www.bangladesh.gov.bd/images/stories/calendar_%202012.pdf
http://www.paramountgroupbd.com/insurence.htm
http://www.cilbd.com/
http://www.pragatiinsurance.com/
http://www.green-delta.com/
http://www.janatainsurance.com/Default.htm
http://www.primeislamilifebd.com/
http://www.meghnalife.com/
http://www.cityinsurance.com.bd/ipo/index.htm
http://www.sonarbanglains.com/
http://filicbd.com/contact.htm
কিডস
http://www.fantasy-kingdom.net.bd/
http://www.babynames.com/
http://www.alfy.com/
http://www.sikids.com/
http://www.wicked4kids.com/
http://www.kidlink.org/
http://www.earlychildhood.com/
http://www.cyberkids.com/
http://www.child.net/
http://www.disney.com/
http://www.yahooligans.com/
মোবাইল কোম্পানি
http://www.grameenphone.com/
http://www.waridtel.com.bd/
http://www.aktel.com/
http://www.citycell.com/
http://www.teletalk.com.bd/
http://www.banglalinkgsm.com/
http://www.rankstel.com/
http://www.bayphones.com/
http://www.onetelbd.com/
http://www.telecombangladesh.com/
http://www.djuice.com.bd/
http://www.nationalphone.net/
মেডিকেল কলেজ
http://www.bsmmu.org/
http://www.cbmcbmymensingh.com/
http://www.hfrcmc.org/
http://www.sikderhospital.com/
http://www.afmcbd.com/
http://www.mmc-edu.org/
http://www.swmc.edu.bd/
http://www.pharmadu.net/
http://www.tmmch.com/
http://www.nimch.com.bd/
http://www.shahabuddinmedical.org/
http://www.nemc.edu.bd/
http://www.ssmc.edu/
http://www.bmc-bd.org/
http://www.jrrmc.edu.bd/
http://www.magosmanimedical.com/
http://www.bims-bd.com/
http://www.sapporodentalcollege.com/
http://www.rmc.ac.bd/
http://www.bcpsbd.org/
বাংলাদেশ ডিজেস্টার ম্যানেজমেন্ট বূর্যো এর ওয়েব ঠিকানাঃ
http://www.dmb.gov.bd/tele.html
জাতীয় ক্যালেন্ডার ২০১২
http://www.bangladesh.gov.bd/images/stories/calendar_%202012.pdf
27 November 2011
স্পিলবার্গের মুভিতে দেখানো প্রযুক্তি আসছে উইন্ডোজে
টেক জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে গেমিং কনসোল এক্সবক্স কাইনেক্ট প্রযুক্তি যোগ করছে। নতুন এ প্রযুক্তিতে উইন্ডোজচালিত কম্পিউটার স্রেফ অঙ্গভঙ্গির সাহায্যে চালানো যাবে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
মাইক্রোসফটের বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ প্রযুক্তিতে উইন্ডোজচালিত কম্পিউটারের সফটওয়্যারগুলো হাতের ইশারায় চালানো যাবে। উল্লেখ্য, এমন একটি প্রযুক্তি পরিচালক ও নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ‘মাইনোরিটি রিপোর্ট’ ছবিতে দেখানো হয়েছিলো।
গেমিং কনসোলে ব্যবহৃত প্রযুক্তি কম্পিউটারে জুড়ে দেওয়া প্রসঙ্গে কাইনেক্ট উইন্ডোজ প্রোগ্রামের জেনারেল ম্যানেজার ক্রেইগ এসলার জানিয়েছেন, ‘এক্সবক্স ৩৬০ ডিভাইসের জন্য কাইনেক্ট প্রযুক্তির সঙ্গে আরো হার্ডওয়্যার বা যন্ত্রাংশ যুক্ত করে উইন্ডোজের জন্য নতুন এ প্রযুক্তি তৈরি করা হয়েছে।’
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটো একটি ডিভাইস স্রেফ কম্পিউটারের সঙ্গে জুড়ে দিয়ে দূর থেকে হাতের ইশারায় বিভিন্ন সফটওয়্যার নিখুঁতভাবে চালানো যাবে। এ ডিভাইসটি ‘নিয়ার মোড‘ তৈরি করতে পারে যাতে যেকোনো ডেস্ক থেকেও উইন্ডোজ অ্যাপ্লিকেশন চালানো যাবে।
এদিকে, মোশন-কন্ট্রোলড উইন্ডোজ অ্যাপ্লিকেশনস তৈরি করতে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপারদের সঙ্গে মাইক্রোসফট কাজ করছে বলেও জানা গেছে। নতুন এ প্রযুক্তি আনতে আল গোরের একটি প্রযুক্তি ফার্মও সম্প্রতি কিনেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ প্রযুক্তিতে উইন্ডোজচালিত কম্পিউটারের সফটওয়্যারগুলো হাতের ইশারায় চালানো যাবে। উল্লেখ্য, এমন একটি প্রযুক্তি পরিচালক ও নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ‘মাইনোরিটি রিপোর্ট’ ছবিতে দেখানো হয়েছিলো।
গেমিং কনসোলে ব্যবহৃত প্রযুক্তি কম্পিউটারে জুড়ে দেওয়া প্রসঙ্গে কাইনেক্ট উইন্ডোজ প্রোগ্রামের জেনারেল ম্যানেজার ক্রেইগ এসলার জানিয়েছেন, ‘এক্সবক্স ৩৬০ ডিভাইসের জন্য কাইনেক্ট প্রযুক্তির সঙ্গে আরো হার্ডওয়্যার বা যন্ত্রাংশ যুক্ত করে উইন্ডোজের জন্য নতুন এ প্রযুক্তি তৈরি করা হয়েছে।’
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটো একটি ডিভাইস স্রেফ কম্পিউটারের সঙ্গে জুড়ে দিয়ে দূর থেকে হাতের ইশারায় বিভিন্ন সফটওয়্যার নিখুঁতভাবে চালানো যাবে। এ ডিভাইসটি ‘নিয়ার মোড‘ তৈরি করতে পারে যাতে যেকোনো ডেস্ক থেকেও উইন্ডোজ অ্যাপ্লিকেশন চালানো যাবে।
এদিকে, মোশন-কন্ট্রোলড উইন্ডোজ অ্যাপ্লিকেশনস তৈরি করতে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপারদের সঙ্গে মাইক্রোসফট কাজ করছে বলেও জানা গেছে। নতুন এ প্রযুক্তি আনতে আল গোরের একটি প্রযুক্তি ফার্মও সম্প্রতি কিনেছে মাইক্রোসফট।
17 November 2011
গোপনে সোশাল নেটওয়ার্ক বানাচ্ছে মাইক্রোসফট
টেক জায়ান্ট মাইক্রোসফট সোশাল নেটওয়ার্কিং সাইট তৈরি করছে বলে আগেই গুজব রটেছিলো। এবারে মাইক্রোসফটের গোপন সেই সোশাল সাইটের তথ্য ফাঁস হয়েছে।
মাইক্রোসফটের গোপন এ নতুন প্রকল্পটির নাম ‘সোশাল সার্চ।’ এ সাইটটিতে সার্চ অপশন এবং শেয়ার অপশন থাকছে। এ ছাড়াও জানা গেছে, ফেসবুক এবং গুগলের সঙ্গে মিলিয়েই এ প্রকল্পটি বাস্তবায়ন করার পথে রয়েছে মাইক্রোসফট।
জানা গেছে, এ সাইটটিতে ফেসবুক এবং টুইটার সাইন-ইন বাটনও থাকতে পারে।
মাইক্রোসফটের এ সাইটটির নাম socl.com
মাইক্রোসফটের এ প্রকল্পটির একটি অংশ ভুলবশত মাইক্রোসফটের কাছ থেকে ওয়েবে চলে এসেছিলো বলেই মাইক্রোসফট ব্লগে জানানো হয়েছিলো। পরে দ্রুত এটি সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের সোশাল এ সাইটটি এখনও ব্যক্তিগত বিটা পর্যায়ে রয়েছে বলেই জানা গেছে। তবে, এটি আলোর মুখ নাও দেখতে পারে বলে মাইক্রোসফট ব্লগে সংশয় প্রকাশ করা হয়েছে।
মাইক্রোসফটের গোপন এ নতুন প্রকল্পটির নাম ‘সোশাল সার্চ।’ এ সাইটটিতে সার্চ অপশন এবং শেয়ার অপশন থাকছে। এ ছাড়াও জানা গেছে, ফেসবুক এবং গুগলের সঙ্গে মিলিয়েই এ প্রকল্পটি বাস্তবায়ন করার পথে রয়েছে মাইক্রোসফট।
জানা গেছে, এ সাইটটিতে ফেসবুক এবং টুইটার সাইন-ইন বাটনও থাকতে পারে।
মাইক্রোসফটের এ সাইটটির নাম socl.com
মাইক্রোসফটের এ প্রকল্পটির একটি অংশ ভুলবশত মাইক্রোসফটের কাছ থেকে ওয়েবে চলে এসেছিলো বলেই মাইক্রোসফট ব্লগে জানানো হয়েছিলো। পরে দ্রুত এটি সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের সোশাল এ সাইটটি এখনও ব্যক্তিগত বিটা পর্যায়ে রয়েছে বলেই জানা গেছে। তবে, এটি আলোর মুখ নাও দেখতে পারে বলে মাইক্রোসফট ব্লগে সংশয় প্রকাশ করা হয়েছে।
গুগলের গোপন ল্যাব 'গুগল এক্স'
‘গুগল এক্স’ নামের গোপন এক পরীক্ষাগারে সার্চ জায়ান্ট গুগল তাদের ভবিষ্যৎ পণ্যগুলো নিয়ে কাজ করছে। ‘গুগল এক্স’ নামের এ গবেষণাগারের অবস্থান কোথায় তা স্বয়ং গবেষকরাও জানেন না। খবর নিউ ইয়র্ক টাইমস-এর।
গুগলের গোপন এ পরীক্ষাগারেই চলছে নতুন ধরনের পণ্য তৈরির কাজ। নতুন পণ্য তৈরির জন্য ১০০টিরও বেশি আইডিয়া নিয়ে একটি তালিকা তৈরি হয়েছে গুগল ল্যাবে। আর এ আইডিয়াগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে।
গুগল তাদের গোপন গবেষণাগারে কি হচ্ছে সে বিষয়ে এতোটাই গোপনীয়তা বজায় রেখে চলেছে যে, সেখানে যারা কাজ করেন তারা নিজেরাও জানেন না তাদের অবস্থান কোথায়।
গুগলের লিস্টে থাকা পণ্যগুলোর বেশকিছু আগামী বছরেই বাজারে আসতে পারে বলেও খবর রটেছে।
গুগলের গোপন গবেষণাগার বিষয়ে এমআইটি-এর বিশেষজ্ঞ রডনি ব্রুকস জানিয়েছেন, ‘গুগল সাধারণ কোনো কোম্পানি নয়, তাই এখনো কোনো কিছু প্রয়োগ করেনি।’
গুগল কর্তৃপক্ষ ‘গুগল এক্স’ বিষয়ে কোনো মন্তব্য না করলেও গুগল সিইও ল্যারি পেজ যে ‘গুগল এক্স’-এ দীর্ঘসময় ধরে কাজ করছেন সে তথ্যটি ফাঁস হয়ে গেছে।
পর্নো আক্রমণ ফেসবুক-এ (Facebook.com is attacked by Porn !?!)
পর্নো আক্রমণ ফেসবুক-এ
১৬ নভেম্বর হঠাৎ করেই ফেসবুকের নিউজ ফিডে পর্ন আর স্প্যামের মাত্রা বেড়ে গেছে। আর স্প্যাম ছড়ানোর এই কারণটি অনুসন্ধান করছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
ফেসবুকে আপত্তিকর এ উপাদানের উৎস কোথায় সেটি প্রথমে জানা সম্ভব না হলেও স্প্যামাররা ভাইরাস ব্যবহার বা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেও এটা করতে পারে বলেই মত দিয়েছিলেন নিরাপত্তা গবেষকরা।
১৬ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে হার্ডকোর পর্নো এবং বিব্রতকর অশালীন ছবি যারা ছড়িয়েছে তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানা গেছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা সিস্টেম উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং নিয়ম ভঙ্গ করে এমন পোস্টগুলো সরানোর প্রক্রিয়া চলছে।’
ফেসবুকে যেসব আপত্তিকর পোস্ট করা হয়েছে সেগুলোর মধ্যে মাইলি সাইরাস এবং জাস্টিন বিবারের এডিট করা ভিডিও এবং ছবিও রয়েছে।
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই আপত্তিকর পোস্টগুলোতে ক্লিক না করতে পরামর্শ দিয়েছেন। এগুলো স্প্যাম এবং কম্পিউটারে ভাইরাস ছড়াতে পারে।
ফেসবুকে আপত্তিকর এ উপাদানের উৎস কোথায় সেটি প্রথমে জানা সম্ভব না হলেও স্প্যামাররা ভাইরাস ব্যবহার বা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেও এটা করতে পারে বলেই মত দিয়েছিলেন নিরাপত্তা গবেষকরা।
১৬ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে হার্ডকোর পর্নো এবং বিব্রতকর অশালীন ছবি যারা ছড়িয়েছে তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানা গেছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা সিস্টেম উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং নিয়ম ভঙ্গ করে এমন পোস্টগুলো সরানোর প্রক্রিয়া চলছে।’
ফেসবুকে যেসব আপত্তিকর পোস্ট করা হয়েছে সেগুলোর মধ্যে মাইলি সাইরাস এবং জাস্টিন বিবারের এডিট করা ভিডিও এবং ছবিও রয়েছে।
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই আপত্তিকর পোস্টগুলোতে ক্লিক না করতে পরামর্শ দিয়েছেন। এগুলো স্প্যাম এবং কম্পিউটারে ভাইরাস ছড়াতে পারে।
Subscribe to:
Posts (Atom)