সম্প্রতি হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস টুইটারে দাবি করেছে, দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো তারা মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ওয়েবসাইট অচল করে দিয়েছে। খবর দি নেক্সট ওয়েব-এর।
সূত্র জানিয়েছে, ডিডিওএস আক্রমণ করার ফলে প্রায় ৪৫ মিনিটের জন্য ওয়েবসাইটটি অচল থাকলেও কোনো তথ্য বা ডেটা চুরি হয়নি। দি নেক্সট ওয়েব জানিয়েছে, এর আগের বার গত ফেব্রুয়ারিতে অ্যানোনিমাস সিআইএর ওয়েবসাইট অচল করার দায়িত্ব স্বীকার করে। তবে সেবার প্রায় তিন দিনব্যাপী সিআইএর সাইটে ঢোকা যাচ্ছিলো না।
মূলত পাইরেসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অভিযান, যা আরো ব্যাপ্তি পেয়েছে মেগাআপলোড বন্ধ করার মাধ্যমে, এর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতেই হ্যাকারদের এই গোপন সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক নামের বহু প্রচলিত পদ্ধতিতে সাইট অচল করে দিচ্ছে। এই আক্রমণের ফলে যে সার্ভারে ওয়েবসাইটের ডেটা থাকে সেখানে একই সঙ্গে লক্ষ-কোটি রিকোয়েস্ট যাওয়ায় তা সাময়িকভাবে 'ওভারলোড' হয়ে পরে এবং এর ফলে সাধারণ ভিজিটররা সাইট দেখতে পারেন না।
সূত্র জানিয়েছে, ডিডিওএস আক্রমণ করার ফলে প্রায় ৪৫ মিনিটের জন্য ওয়েবসাইটটি অচল থাকলেও কোনো তথ্য বা ডেটা চুরি হয়নি। দি নেক্সট ওয়েব জানিয়েছে, এর আগের বার গত ফেব্রুয়ারিতে অ্যানোনিমাস সিআইএর ওয়েবসাইট অচল করার দায়িত্ব স্বীকার করে। তবে সেবার প্রায় তিন দিনব্যাপী সিআইএর সাইটে ঢোকা যাচ্ছিলো না।
মূলত পাইরেসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অভিযান, যা আরো ব্যাপ্তি পেয়েছে মেগাআপলোড বন্ধ করার মাধ্যমে, এর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতেই হ্যাকারদের এই গোপন সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক নামের বহু প্রচলিত পদ্ধতিতে সাইট অচল করে দিচ্ছে। এই আক্রমণের ফলে যে সার্ভারে ওয়েবসাইটের ডেটা থাকে সেখানে একই সঙ্গে লক্ষ-কোটি রিকোয়েস্ট যাওয়ায় তা সাময়িকভাবে 'ওভারলোড' হয়ে পরে এবং এর ফলে সাধারণ ভিজিটররা সাইট দেখতে পারেন না।
No comments:
Post a Comment